নিজস্ব প্রতিনিধি:  রাজ্য পুলিসে বড়সড় রদবদল। বদলি করা হল পশ্চিম মেদিনীপুরের পুলিস সুপার ভারতী ঘোষকে। তাঁকে বারাকপুরের তৃতীয় ব্যাটেলিয়নে বদলি করা হয়েছে। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের পুলিস সুপারের দায়িত্ব নিচ্ছেন অলোক রাজোরিয়া। পূর্ব মেদিনীপুরের পুলিস সুপার ছিলেন অলোক রাজোরিয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  জলপাইগুড়িতে মুকুলের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেবেন আইনজীবীরা, দাবি গেরুয়া শিবিরের


অলোক রাজোরিয়ার জায়গায় পূর্ব মেদিনীপুরের পুলিস সুপারের দায়িত্ব নিচ্ছেন ভি সলোমন নিশাকুমার। এইমুহুর্তে নিশাকুমার ডিসি  ট্রাফিকের দায়িত্বে রয়েছেন। ঝাড়গ্রামের পুলিস সুপার হচ্ছেন রাঠোর অমিত কুমার ভারত। ছুটির দিনে বদলির অর্ডার ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।


আরও পড়ুন:  বজবজে গৃহবধূর রহস্যমৃত্যু, গ্রেফতার স্বামী ও ভাশুর


 প্রশাসনের শীর্ষ মহলের মত, ছমাসের মধ্যে রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে জেলা প্রশাসনে রদবদল করে কড়া বার্তা দিতে চাইছে নবান্ন। আরেক মহলের মতে, দিনকয়েক আগে প্রশাসনিক বৈঠকে পঃ মেদিনীপুর যান মুখ্যমন্ত্রী। সেসময় পুলিস প্রশাসনের বেশকিছু কাজে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেন তিনি। তারই জেরে এই রদবদলের সিদ্ধান্ত।