নিজস্ব প্রতিবেদন : নবদম্পতির ঘরে রোজ রাতে উঁকি মারত এক যুবক। জানলা দিয়ে হাত বাড়িয়ে একদিন নববধূকে ছোঁয়ারও চেষ্টা করে। সেই ঘটনায় অভিযুক্ত  যুবককে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কালনা কাটোয়া সড়কের ধারে গত ২৯ অগাস্ট এক যুবকের দেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম ভগা বৈরাগ্য। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, দুর্ঘটনার জেরেই মৃত্যু হয়েছে ওই যুবকের। কিন্তু, ময়নাতদন্তের রিপোর্ট আসতেই মোড় ঘুরে যায় ঘটনার। রিপোর্টে বলা হয়, কোনও দুর্ঘটনা নয়। বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ভগা বৈরাগ্যের। এরপরই তদন্ত শুরু করে কালনা থানার পুলিস। আর তাতেই সামনে আসে আসল ঘটনা।


আরও পড়ুন, গভীর রাতে হাইওয়েতে দাঁড়িয়ে লরি,তল্লাশি চালাতেই লরিচালককে পাওয়া গেল ভয়ঙ্কর অবস্থায়


জানা গিয়েছে, কালনার বুলবুলিতলা ফাঁড়ি এলাকার বাসিন্দা রাজু সর্দার। কয়েক মাস আগে বিয়ে হয় তাঁর। অভিযোগ, রোজ রাতেই নবদম্পতির ঘরে উঁকিঝুঁকি মারত ভগা। নবদম্পতির অন্তরঙ্গ মুহূর্ত লুকিয়ে দেখার চেষ্টা করত সে। এমনকি, রাতের অন্ধকারে জানলা দিয়ে হাত বাড়িয়ে নববধূকে ধরারও চেষ্টা করে ভগা।


আরও পড়ুন,৪ কেজি সোনার গয়নায় সাজলেন কাটোয়ার ক্ষেপি মা


পুলিস জানিয়েছে, বেশ কয়েকদিন এঘটনা ঘটার পর অভিযুক্তকে শাস্তি দিতে ফন্দি আঁটে পেশায় ইলেকট্রিক মিস্ত্রি রাজু। জানলার রডে বিদ্যুতের তার জড়িয়ে রাখে সে। আর তাতেই অঘটন ঘটে। সেদিন রাতেও জানলা দিয়ে উঁকি মেরে নবদম্পতির ঘনিষ্ঠ মুহূর্ত দেখার চেষ্টা করতে যায় ভগা। আর তখনই বিদ্যুতস্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়ে ভগা বৈরাগ্য। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভগার।


আরও পড়ুন, বিবাহিত 'দিদি'র সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক 'ভাই'-এর! তারপরের ঘটনা ডেকে আনল যুবকের মর্মান্তিক পরিণতি


এদিকে, অভিযুক্তের মৃত্যুর পর কেউ যাতে কিছু বুঝতে না পারে তাই রাতেই দেহ লোপাটের চেষ্টা করে রাজু। ২ বন্ধুকে সঙ্গে নিয়ে দেহ ফেলে দিয়ে আসে কাটোয়া-কালনা সড়কের ধারে। পরে দেহটি উদ্ধার করে কালনা থানার পুলিস। গোটা বিষয়টি সামনে আসার পর অভিযুক্ত স্বামী রাজু সর্দার ও তাঁর ২ বন্ধুকে গ্রেফতার করেছে পুলিস।