`ওকে ছাড়া বাঁচতে পারব না,` স্ত্রীর ছবি গলায় ঝুলিয়ে আত্মঘাতী স্বামী
বছর চারেক আগে মৃত্যু হয় সমীরের স্ত্রীর।
নিজস্ব প্রতিবেদন : স্ত্রীর মৃত্যু হয়েছে বছর চারেক আগে। তারপর থেকেই একাকিত্ব, নিঃসঙ্গ জীবন। শেষে স্ত্রীর ছবি গলায় ঝুলিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মৃতের নাম সমীর হালদার। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাখরা হাট এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দম্পতির একে অপরকে যেন চোখে হারাতেন। ছোট্ট সুখী সংসার ছিল স্বামী-স্ত্রীর। কিন্তু আচমকাই বিষাদ নেমে আসে সুখের সংসারে। হঠাৎই স্ত্রী-বিয়োগ ঘটে সমীরের। বছর চারেক আগে মৃত্যু হয় সমীরের স্ত্রীর।
এলাকাবাসী জানিয়েছেন, স্ত্রীর মৃত্যু সমীর কোনওভাবেই মেনে নিতে পারেননি। স্ত্রীর মৃত্যুর পর থেকেই অবসাদে ভুগতে শুরু করেন পেশায় কনডাক্টর সমীর হালদার। শেষে এদিন ঘর থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। দেখা যায়, স্ত্রীর ৪ বছর আগেকার ছবি গলায় ঝুলিয়ে আত্মঘাতী হয়েছেন সমীর।
আরও পড়ুন, 'ঘণ্টাখানেক দারুণ কথা হল', রাজভবনে মমতা-রাজ্যপাল আলাপচারিতা, সাক্ষী বু্দ্ধ
আরও পড়ুন, ফরাক্কাকাণ্ডে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে কেন্দ্র, জানালেন মন্ত্রী
পুলিসকে খবর দিলে, পুলিস এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, মানসিক অবসাদেই আত্মঘাতী হয়েছেন সমীর হালদার। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিস।