ওয়েব ডেস্ক: পশ্চিম বর্ধমানের কাঁকসায় মনুয়া-কাণ্ডের ছায়া? সন্দেহ, স্ত্রীর অবৈধ সম্পর্কের জেরে খুন হতে হল এক ‌যুবককে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার ঘটনাটি ঘটেছে কাঁকসার বিদবিহার এলাকায়। সকালে নিজের ঘরের বারান্দায় মিলল চঞ্চল ঘোষ নামে এক ‌যুবকের গুলিবিদ্ধ দেহ। প্রতিবেশীদের অভি‌যোগ, চঞ্চলের স্ত্রী রিয়ার সঙ্গে এক ‌যুবকের অবৈধ সম্পর্কের জেরেই খুন হতে হল চঞ্চলকে। অভি‌যুক্ত ‌যুবক ঝন্টু মণ্ডল ও রিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।


প্রতিবেশীদের অভি‌যোগ, ঝন্টু মণ্ডলের সঙ্গে বিবাহবর্হিভূত সম্পর্ক গড়ে উঠেছিল রিয়ার। এনিয়ে রিয়া ও চঞ্চলের মধ্যে অশান্তি হতো। বছর চারেক আগে বিয়ে হয় রিয়া ও চঞ্চলের। দুজনের একটি সন্তানও রয়েছে।


স্থানীয় সূত্রে জানা ‌যাচ্ছে শনিবার সকালে চঞ্চলের বাড়িতে ঢোকে ঝন্টু। এরপর সে চঞ্চলের মাথায় গুলি করে পালিয়ে ‌যায়।


আরও পড়ুন-"উত্সব সামাজিক বার্তা দেয়," দশেরায় রাবণ দহন অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী