নিজস্ব প্রতিবেদন: ভয়ঙ্কর আগুনের গ্রাসে ইংরেজবাজারের বালুচর বস্তি। পুড়ে ছাই ১২টি ঝুপড়ি। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Exclusive: শোভন-জায়া রত্নার সঙ্গে যোগাযোগ করতে দুলালকে ধরলেন দেবশ্রী!


বুধবার রাত তিনটে নাগাদ আগুন লেগে যায় ইংরেজবাজারে মহানন্দার তীরের বালুচর বস্তিতে। ওই আগুনে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে শেফালি বড়ুয়া(৫৫) নামে এক মহিলার। দমকলের একটি ইঞ্জিন গিয়ে এই আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় দমকলের ইঞ্জিন ঢুকতে বাধা পায়। প্রাথমিকভাবে পাম্পের সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা।


দমকলের ধারনা, গ্যাস সিলিন্ডারের আগুন থেকেই এতবড় কাণ্ড ঘটেছে বালুচর বস্তিতে। সম্ভবত কেউ সিলিন্ডার বন্ধ করতে ভুলে যান। ভোরে বিড়ি বা সিগারেটের আগুন থেকে সিলিন্ডারে আগুন লেগে যায়। পরে সেটি বিস্ফোরণ ঘটলে আগুন গোটা বস্তিতে তা ছড়িয়ে পড়ে।



রাতে আগুন লাগায় সাবধান হতে পারেননি বস্তিবাসীরা। ফলে বেশিরভাগ লোকেরই ঘরের সমস্ত সরঞ্জাম নষ্ট হয়ে গিয়েছে। মালপত্র বের করার হুড়োহুড়িতে কারও খেয়াল হয়নি শেফালির দিকে। ফলে ঘরের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্য হয় ওই মহিলার।


আরও বড়ুন-কেন অনেকের পর বিধানসভায় তাঁকে ভাষণ দেওয়ার জন্য ডাকা হল? গোঁসাঘরে রাজ্যপাল     


ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলার প্রসেনজিত দাস।  ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য একটি অস্থায়ী থাকার জায়গার ব্যবস্থা করেন তিনি। পাশাপাশি তাদের সাহায্যেরও আশ্বাস দেন।