নিজস্ব প্রতিবেদন: “ যাঁরা তর্পণের মঞ্চ ভেঙেছেন, তাঁদের উর্দি খুলে নেব।” গন্ধেশ্বরীর ঘাটে তর্পণ করে প্রকাশ্যে হুমকি বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিতদের ভাতা দিয়ে নাটক করছেন। এ রাজ্যে দূর্গাপুজা করা যাবে না,   তর্পণ করা যাবে না,   সনাতন ধর্ম পালন করা যাবে না।”  মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি আরও বলেন,  “মুখ্যমন্ত্রীর মনে ছিল না যে আজ মহালয়া। নাহলে তিনি আজকের দিনটিতে লকডাউন করে দিতেন।” বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর ঘাটে তর্পণ করে এভাষাতেই মুখ্যমন্ত্রী ও পুলিসকে আক্রমণ করলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়।


'করোনাকে দূরে সরিয়ে পুজো সবার আনন্দে কাটুক', ট্যুইটে মহালয়ার শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর


অন্যদিকে, এদিন দ্বারকেশ্বর নদের ঘাটে তৃনমূলের ৫৬ হাজার শহিদের উদ্যেশ্যে তর্পণ নিবেদন করলেন রাজ্যের পঞ্চায়েত দফতরের রাষ্ট্রমন্ত্রী তথা তৃনমূলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা।