নিজস্ব প্রতিবেদন : পানাগড়ে ভাড়াবাড়ির বাথরুম থেকে মিলল বায়ুসেনা জওয়ানের দেহ। বৃহস্পতিবার সকালের ঘটনা ঘিরে তিব্র চাঞ্চল্য ছড়াল কাঁকসা থানা এলাকার হাটতলায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, পশ্চিম বর্ধমানের পানাগড়ে কর্মসূত্রে ভাড়া থাকতেন আশিস কুমার নামের ওই জওয়ান। প্রতিদিন সকালেই তাঁকে কাঁটা ধরে ডিউটিতে বের হতে দেখতেন স্থানীয়রা। এদিন বেলা হয়ে গেলেও কোনও সাড়াশব্দ না পাওয়ায় তাঁকে বাইরে থেকে ডাকেন তাঁর বাড়ির মালিক ও জনা কয়েক স্থানীয়। দেখা যায় তাঁর ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। অথচ ঘরের ভিতরের কোনও শব্দ নেই। তখনই সন্দেহ হয় তাঁদের।


সঙ্গে সঙ্গে কাঁকসা থানায় খবর দেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন পুলিসকর্মীরা। দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায় বাথরুমের মেঝেয় পড়ে আশিসের নিথর দেহ। 


দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ভিতর থেকেই ঘর বন্ধ থাকা অবস্থায় কীভাবে তাঁর এরকম অস্বাভাবিক মৃত্যু হল তা নিয়ে তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিস। জওয়ানের অস্বাভাবিক মৃত্যুর আলাদা করে তদন্ত করবে বলে জানিয়েছে বায়ুসেনাও।


এদিকে জওয়ানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বাড়ির সামনে ভিড় জমে যায় এলাকাবাসীর। 
আরও পড়ুন : অসমের অশ্রু মিশেছে বন্যার জলে, মৃত ৩০-এরও বেশি, জলে ১৫ লক্ষ মানুষ