নিজস্ব প্রতিবেদন: বর্তমান পরিস্থিতিতে চিকিৎসকদের সংকটের খবর আগেই উঠে এসেছে। একাধিক অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তাঁরা। কখনও বাড়িওয়ালার রোষে, কখনও আবার প্রতিবেশীদের। এবার তাঁদের পাশে দাঁড়ালো স্টুডেন্ট হেলথ হোম। তাঁরা জানাচ্ছেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের থাকার অসুবিধা হলেও চিন্তার কারন নেই। রাজ‍্যের সর্বত্র স্টুডেন্টস হেলথ হোমের বাড়িতেই মিলবে থাকার সুযোগ। শুধু তাই নয় রাজ‍্যসরকারের সঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছে তারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: তেহট্টর করোনা আক্রান্তদের অ্যাম্বুল্যান্স যাবে শুনেই চরম আতঙ্ক, নিমেষে সুনসান এলাকা


করোনা আতঙ্কে ত্রস্ত গোটা দেশ। পরিস্থিতি সামালে জরুরি পরিষেবা অব্যাহত রেখেছেন স্বাস্থ্যকর্মীরা। তাই তাঁদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রচার। উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় তৈরি স্টুডেন্টস হেলথ হোম। এমনকী বিজ্ঞপ্তি দিয়েও জানানো হয়েছে সেই কথা। জানানো হয়েছে, থাকার প্রয়োজনে নির্দ্বিধায় চিকিৎসকরা যোগাযোগ করতে পারেন নিচের দেওয়া নম্বরে।


যোগাযোগের নম্বর দেওয়া হল


কোলকাতা মৌলালি: 9433013116/9477463904/9339768287


হাবড়া: 9434516937


বসিরহাট: +916294659169


বারাসাত: 9804732646


কোচবিহার: +916294530835


জলপাইগুড়ি 9434490059/9434217468


গঙ্গারামপুর: +918918759748


কালিয়াগঞ্জ: +917908650613


রায়গঞ্জ: 76790 13101/94348 91407


মালদা: +916294255935


বহরামপুর: +919002389048


ডোমকল: 7872790400


কান্দি: 8637045416


জিয়াগঞ্জ: 9434316047 / 9434135976


জঙ্গীপুর: 9093570501


কাটোয়া 9434434234 / 9434669203


বর্দ্ধমান: 9932312046


রানিগঞ্জ: 8918932071 / 9434201144 / 9232661264


মেমারি: 9434690842


উত্তর হুগলি: (চুচুড়া): 9433440661/9830328018


চন্দন নগর: 9874214705 / 9903202758


বালি: +919433521411


শ্রীরামপুর: +919123960030


আমতা: +919647017521/ 9382512977


কৃষ্ণ নগর: 9153114908 / 8343809611


নবদ্বীপ: 9434245288 / 7501533958


কাকদ্বীপ: +916294887491


চম্পাহাটি: 9932169585


মেদিনীপুর: +919434205113


ঝাড়গ্রাম: 9932059755 / 9932636492