উত্তর হাওড়ায় অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার ২
বৃহস্পতিবার রাতে উত্তর হাওড়ার পিলখানা এলাকায় ওই লেদ কারখানায় তল্লাশি চালায় পুলিস। তদন্তকারীদের কাছে আগে থেকেই খবর ছিল, ওই লেদ কারখানায় আড়ালে বেআইনি অস্ত্র তৈরি হত।
নিজস্ব প্রতিবেদন: উত্তর হাওড়ায় বেআইনি অস্ত্র কারখানার হদিশ।
উত্তর হাওড়া পিলখানা এলাকায় কলকাতা পুলিশের এসটিএফ ও গোলাবাড়ি থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে ২৬টি সেমি ফিনিশ ৭ এমএম পিস্তল।
গোপন সূত্রে খবর পেয়ে, বৃহস্পতিবার রাতে উত্তর হাওড়ার পিলখানা এলাকায় ওই লেদ কারখানায় তল্লাশি চালায় পুলিস। তদন্তকারীদের কাছে আগে থেকেই খবর ছিল, ওই লেদ কারখানায় আড়ালে বেআইনি অস্ত্র তৈরি হত।
নিজের বাড়িতেই দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে কুপিয়ে খুনের চেষ্টা কালনায়
বৃহস্পতিবার কলকাতায় স্পেশ্যাল টাস্ক ফোর্স অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে। তাদের সূত্র ধরেই শুক্রবার সকালে হাওড়ায় অভিযান চালায়।
এখানে আগ্নেয়াস্ত্র তৈরি হয়ে কোথায় যেত, কারা কারা এই কাজের সঙ্গে যুক্ত, তা সবই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।