নিজস্ব প্রতিবেদন: ফের পুলিসের গায়ে হাত তোলার অভিযোগ। ১৪৪ ধারা অগ্রাহ্য করে বিতর্কিত জমিতে সরকারি আবাস যোজনার বাড়ি তৈরির অভিযোগ। পুরুলিয়ার ঝালদা থানা এলাকার ঘটনা। পুলিস এসে নির্মাণ আটকাতে গেলে পুলিসকে ঘিরে বেধড়ক মারে গ্রামবাসীরা। ঘটনায় ইতিমধ্যেই দু-জনকে গ্রেফতার করা হয়। পুলিস পেটানোর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, পুরুলিয়ার ঝালদা থানা এলাকার মেশা গ্রামে সরকারি আবাস যোজনায় বাড়ি তৈরি করছিলেন কুমুদরঞ্জন তিওয়ারি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ভুল আয়ুর্বেদিক চিকিৎসায় মৃত্যু ৩ বছরের শিশুর, জেরায় আত্মসমর্পণ ভুয়ো ডাক্তারের


স্থানীয় বাসিন্দা পুরন্দর মাহাত অভিযোগ করেন যেই জমিতে বাড়ি হচ্ছে, সেই জমি তাঁর। এই অবস্থায় নির্মাণ এলাকায় ১৪৪ ধারা জারি হয়। অভিযোগ ১৪৪ ধারা অগ্রাহ্য করেই নির্মাণ কার্য চালিয়ে যাচ্ছিলেন কুমুদরঞ্জন তিওয়ারি। নির্মাণ আটকাতে পুলিস ঘটনাস্থলে পৌঁছলে পুলিসকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতেও দেখা যায় সেই ছবি। ভিডিোতে দেখা গিয়েছে এক পুলিসকর্মীকে এদিকে এই ঘটনার জেরে গ্রেফতার করা হয়েছে কুমুদরঞ্জন তিওয়ারি ও তাঁর ভাইকে।