ওয়েব ডেস্ক : শিশুর জন্মের আগে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ, আইনের চোখে অবৈধ। কিন্তু বাস্তব বড়ই ভয়ঙ্কর। অভিযোগ, চণ্ডীপুরের রুবিনা এই লিঙ্গ নির্ধারণেরই বলি। যা বেআইনি, তা চলছে কীভাবে? ২৪ ঘণ্টার অন্তর্তদন্তে উঠে এল বিস্ফোরক তথ্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গর্ভে ছেলে নাকি মেয়ে, সন্তানের জন্মের আগে তা জানার কথাই নয়। কিন্তু জেনেছিল রুবিনার শ্বশুরবাড়ির লোকজন। কীভাবে?


উত্তর খুঁজতে গিয়েই, এই ডায়গনস্টিক সেন্টারে পৌছই আমরা। দেখা গেল, আইন ভাঙতে এরাও ওস্তাদ! অভিযোগ, ভ্রূণের লিঙ্গ নির্ধারণ কার্যত বেআইনি ব্যবসার চেহারা নিয়েছে এলাকায়। ১৯৯৪ সাল থেকেই ভ্রূণের লিঙ্গ নির্ধারণ সংক্রান্ত সমস্ত পরীক্ষানীরিক্ষা দেশে নিষিদ্ধ।


আরও পড়ুন- ভ্রণ নষ্ট করতে অন্তঃসত্ত্বাকে গেলানো হল অ্যাসিড, হাসপাতালে মৃত্যু নির্যাতিতার


আইন করা সত্ত্বেও বহু জায়গায় এমন অনেক বেআইনি ক্লিনিক গজিয়ে ওঠে, যেখানে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করে গর্ভপাত করা হয়। ২০০৩ সালে আইন সংশোধন করে তা আরও কড়া করে কেন্দ্র।


এতকিছুর পরও বেআইনি এই কাজকারবার রমরমিয়ে চলছে, প্রমাণ রুবিনার নৃশংস মৃত্যু।