ওয়েব ডেস্ক: শারদোত্সবের শেষ দিনে বাংলাজুড়ে বিসর্জনের ধুম। বসিরহাট থেকে বহরমপুর, দুর্গার কৈলাস যাত্রার প্রস্তুতি-সারা সবখানে। কিন্তু দুর্গার গমনই রাতের ঘুম কেড়েছে অনেকের। কারণ, এবার দুর্গার গমন ঘোটকে। আর তাতেই রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শাস্ত্র মতে দুর্গার ঘোটকে গমন মোটেও শুভ নয়। এর ফলে সামাজিক, রাজনৈতিক ও সাংসারিক অস্থিরতা তৈরি হয়। রাজনৈতিক উত্থান-পতন, অরাজকতা তৈরি হয় সমাজে। এর ফলে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ, গৃহযুদ্ধ, দুর্ঘটনা, বিশৃঙ্খলা ও অপমৃত্যুর সম্ভাবনা থাকে।


আরও পড়ুন - রোহিঙ্গারা দেশের নিরাপত্তার জন্য বিপদজনক, বিজয়া দশমীর সভায় বললেন ভগবত্ 


রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দুর্গার গমনের এহেন ফল বেশ তাত্পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। পুজোর মুখে শাকদ দল তৃণমূলের সঙ্গত্যাগ করেছেন একদা সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায়। তার আগে সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করেছে সিপিএম। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক বৃত্তে নানা সমীকরণ নিয়ে জল্পনা চলছে। সেই জল্পনায় ইন্ধন জুগিয়েছে 'গমনের ফল'।