`অসুস্থ তাই যেতে পারছি না,` মতুয়া ধর্নায় মমতাবালার গরহাজিরা নিয়ে জল্পনা
বুধবারও এ বিষয়ে মমতাবালা ঠাকুরকে প্রশ্ন করা হলে তিনি জানান, এটা যে মতুয়াদের ধর্না এবিষয়ে তিনি কিছু জানেন না।
নিজস্ব প্রতিবেদন: তৃণমূলের মতুয়া ধর্নায় আজও থাকছেন না মমতাবালা। ঠাকুর অসুস্থতার জন্য আসতে পারছেন না বালেই জানিয়েছেন মমতাবালা। গতকাল সংঘাধিপতি বলেছিলেন, তিনি ধর্নার বিষয়ে কিছুই জানতেন না। বুধবারও এ বিষয়ে মমতাবালা ঠাকুরকে প্রশ্ন করা হলে তিনি জানান, এটা যে মতুয়াদের ধর্না এবিষয়ে তিনি কিছু জানেন না।
এরপর দল বললেও তিনি সাফ জানিয়েছেন আজ অসুস্থতার জন্য আসতে পারবেন না তিনি। বনগাঁ থেকে প্রায় ১ লক্ষের কাছাকাছি ভোটে হেরে গিয়েছিলেন মমতাবালা ঠাকুর। তবে কি তারপর থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়ছে তৃণমূলের প্রাক্তন সাংসদের? মতুয়া ধর্নায় মমতাবালার অনুপস্থিতি ঘিরে জল্পনা বাড়ছে।
আরও পড়ুন: বাগুইআটিতে যুবককে পিটিয়ে খুন, ঝিলপাড়ে থেকে উদ্ধার রক্তাক্ত দেহ