রাজ্যে একদিনে করোনা সংক্রমিত ৩,০৭৪ জন; মৃত ২,৩৭৭
উল্লেখ্য, ১৫ অগাস্টের হিসাবে রাজ্যে করোনা অ্যাক্টিভ কেস ২৭,২১৯।
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১,১৩,৪৩২ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা সংক্রমিত হয়েছেন ৩,০৭৪ জন। পাশাপাশি ২৪ ঘধণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৮ জনের। এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২,৩৭৭।
উল্লেখ্য, ১৫ অগাস্টের হিসাবে রাজ্যে করোনা অ্যাক্টিভ কেস ২৭,২১৯। এখনও পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩,৮৩৬ জন। রাজ্যে সুস্থতার হার ৭৩.৯১ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ২,৬৪৭ জন। এখনও পর্যন্ত করোনা সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা।