নিজস্ব প্রতিবেদন: রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে করোনা। আক্রান্তের সংখ্যা প্রায় হাজার ছুঁইছুঁই। সরকারি তথ্য অনুযায়ী এইমুহূর্তে বাংলায় কোভিড-19 পজিটিভ রোগীর সংখ্যা ৯০৮। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬১ জনের। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে এণনটাই জানালেন মুখ্যসচিব রাজীব সিনহা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে এত কিছুর মধ্যেও আশার আলো যে একেবারেই নেই তা নয়। সরকারি তথ্য অনুযায়ী, ২১৮ জন করোনা সংক্রমণ থেকে পুরোপুরি মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। সুস্থতার গড় হারও বেড়েছে। এখন ১৭.৩২ শতাংশ হারে করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। 


একনজরে দেখে নেওয়া যাক পরিসংখ্যান


রাজ্যে এখনও পর্যন্ত মোট ১,২৫৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। 
গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে ৬১ জন। 
এখনও পর্যন্ত সুস্থ হ‌ওয়ার কারণে ২১৮ জনকে ছাড়া হয়েছে।
গত ২৪ ঘন্টায় রাজ‍্যে মৃত্যু হয়েছে ১১ জনের, ফলে এখনও পর্যন্ত রাজ‍্যে মোট মৃতের সংখ্যা ৬১।
এই মুহূর্তে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ৯০৮ জন।
প্রতি ১০ লক্ষে এ রাজ্যে পজিটিভ কেসের হার ১৩.৯৮%
প্রতি ১০ লক্ষে এ রাজ্যে মৃত‍্যুর হার ১.৪৭%
প্রতি ১০ লক্ষে এ রাজ্যে সুস্থতার হার ১৭.৩২% 
মোট করোনা পরীক্ষা হয়েছে ২৫,১১৬ জনের।


সোমবার সাংবাদিক বৈঠকে বেশ কিছু বিধি নিষেধের কথাও উল্লেখ করেছেন মুখ্যসচিব রাজীব সিনহা। রাজ্যের তরফে রাজীব সিনহা বলেন, "কেন্দ্রীয় সরকার বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো পালন করতে গেলে বেশকিছু ক্ষেত্রে লকডাউন ভঙ্গ করা হবে। এতে সংক্রমণ আরও ছড়িয়ে যেতে পারে। আমাদের আপত্তি থাকলেও তাতে আমরা অনুমতি দিতে বাধ্য হচ্ছি।"