নিজস্ব প্রতিবেদন: এবার বীরভূমে রাজনৈতিক মহলে জল্পনা, রাজনৈতিক চাপানউতোরের মাঝেই পদত্যাগ করলেন সিউড়ি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন উজ্জল চট্টোপাধ্যায়। যদিও ব্যক্তিগত কারণ দেখিয়েই পদত্যাগ করেছেন তিনি। তাঁর পদত্যাগের পর নতুন চেয়ারপারসন হয়েছেন অঞ্জন কর। বিধানসভা ভোটের আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে এইভাবে হঠাৎ করে পদত্যাগ করায় অন্য মাত্রা যোগ করেছে বিরোধীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মন্ডলের দাবি 'রাজ্য জুড়ে শুরু হয়েছে এই প্রবণতা। দেখা যাচ্ছে তৃণমূলের কর্মীরা দলে থাকলেও প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করছেন।' শ্যামাপদ মন্ডল বলেন, 'আসলে এটা পুরোটাই রাজনীতি। একে অপরের বিরুদ্ধে কথা বলছেন, মুখে না বললেও আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন।' তাঁর কথায়, তুলনামূলকভাবে যে সমস্ত মানুষ সৎ তাঁরা তৃণমূল কংগ্রেসের থাকতে না পেরে পদত্যাগ করছেন।'


আরও পড়ুন: #BoycottMahuaMaitra, নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে সাংসদকে বয়কট Zee ২৪ ঘণ্টার


অপরদিকে উজ্জল চট্টোপাধ্যায়ের বক্তব্য, 'সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই জন্যে আমি পদত্যাগ করেছি। দলগত কোনও কারণ নেই।' অপরদিকে আজ অঞ্জন করেন শপথ গ্রহণের অনুষ্ঠানে গরহাজির ছিলেন তিনি। এ বিষয়ে তিনি বলেন 'আগে কাজ, পরে সংগঠন। ব্যস্ত ছিলাম।'


প্রসঙ্গত, এ বছরই ২৭ মে প্রশাসক মন্ডলীর দ্বারা বোর্ড গঠন হলে প্রশাসক মন্ডলের চেয়ারম্যান হন উজ্জল চট্টোপাধ্যায়। সদস্যরা ছিলেন কাজী ফরজউদ্দিন, অঞ্জন কর এবং বিদ্যাসাগর সাউ। ৪ দিন আগে উজ্জল চট্টোপাধ্যায় ইস্তফা দিয়েছেন।