নিজস্ব প্রতিবেদন: রাজ্য়ে ঊর্ধ্বমূখী করোনা গ্রাফ। একদিনে রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৩,১৬৯ জন। ১৯ অগাস্টের হিসাব অনুযায়ী রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১,২৫,৯২২। ১৯ জুন পর্যন্ত সংখ্যাটা ছিল ১,২২,৭৫৩। পাশাপাশি ১৯ অগাস্টের হিসেবে রাজ্যে করোনার অ্যাক্টিভ কেস ৭৫.৯৭ শতাংশ। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার মৃত্যু হয়েছে ৫৩ জনের। এনিয়ে রাজ্য়ে করোনায় মোট মৃত্যু ২,৫৮১। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: রাজ্যে ১দিনে ৩৪,৩৫৮টি COVID নমুনা পরীক্ষা, জেনে নিন আপনার জেলার পরিস্থিতি


উল্লেখ্য রাজ্যে বেড়েছে করোনার নমুনা পরীক্ষা। একদিনে ৩৪,৩৫৮টি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এ ক্ষেত্রে দেখা যাচ্ছে পাল্লা দিয়েই বেড়েছে সুস্থতার হারও। শেষ প্রকাশিত সরকারি বুলেটিন অনুযায়ী রাজ্যে সুস্থতার হার বেড়ে ৭৫.৯৭ শতাংশ। গত ১ দিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,৯৭৩ জন। সবমিলিয়ে রাজ্যে মোট করোনামুক্তের সংখ্যা ৯৫,৬৬৩। 


এখনও পর্যন্ত কলকাতায় আক্রান্ত ৩৪,১৩৩ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ২৬, ৫৬১ এবং হাওড়ায় আক্রান্ত ১১,৭১৭।