নিজস্ব প্রতিবেদন:  লকডাউনে স্কুল পড়ুয়াদের ফি মকুব না করা ও অতিমারীর মধ্যেও অতিরিক্ত হারে ভাতা আদায়-এসব নিয়ে অভিভাবকদের চাপা ক্ষোভ ছিল। বৃহস্পতিবার মধ্যমগ্রামে ইংরেজি মাধ্যম স্কুলে চলল ভাঙচুর ও দিনভর বিক্ষোভ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 লকডাউনের মধ্যে অনলাইনে  ক্লাস চললেও ফি মকুব না করে পড়ুয়াদের কাছে বিভিন্ন খাতে বাড়তি ফি নেওয়ায় বৃহস্পতিবার সকালে মধ্যমগ্রামের সুধির মেমোরিয়াল ইনস্টিটিউটে ভাঙচুর চালান অভিভাবকরা। তাঁদের দাবি ছিল, টিউশন ফি ছাড়া সব ফি মকুব করতে হবে। কিন্তু এ নিয়ে আলোচনায় বসতে নারাজ স্কুল কর্তৃপক্ষ। দীর্ঘসময় বিক্ষোভ দেখানোর পর স্কুলের গেটে ও সিসিটিভি ক্যামেরা ভাঙা হয় বলে অভিযোগ ।

আরও পড়ুন: ভিড় নিয়ন্ত্রণ করে কীভাবে চলবে মেট্রো, সিদ্ধান্তে পৌঁছতে ফের আগামিকাল বৈঠক


প্রিন্সিপ্যাল পলাশ সাহার এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। তিনি পরিবর্তিত পরিস্থিতিতে অভিভাবকদের দুজনের সঙ্গে কথা বলার জন্য সময় দিলেও বিক্ষোভ জারি রয়েছে।