নিজস্ব প্রতিবেদন : হোয়াটসঅ্যাপ মনোনয়নে স্বীকৃতি ছাপ ফেলল ভোটের ফলে। আরাবুল ইসলামের খাসতালুক ভাঙড়ের পোলেরহাট-২ গ্রাম পঞ্চায়েতের ৫টি আসনে জয় পেলেন নির্দল প্রার্থীরা। তবে, ঘাসফুলের দখলেই থাকছে পোলেরহাট-২ গ্রাম পঞ্চায়েত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পোলেরহাট-২ গ্রাম পঞ্চায়েতের মোট ১৬টি আসন। এরমধ্যে ৮টি আসনে কোনও নির্বাচন হয়নি। সেই আসনগুলিতে আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। বাকি ৮টি আসনে নির্বাচন হয়। তারমধ্যে ৫টি আসনে জয় পেয়েছেন নির্দল প্রার্থীরা। বাকি ৩টি আসনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। অর্থাত্, গ্রাম পঞ্চায়েতের মোট ১১টি আসনে জয় হাসিল করেছে ঘাসফুল শিবির।


উল্লেখ্য, মনোনয়ন পর্বের শুরু থেকেই ভাঙড়ে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না বলে দাবি করেছিলেন তাঁরা। এমনকি, মনোনয়ন জমা দেওয়ার বর্ধিত দিনে বিরোধী প্রার্থীদের অপরহণ করে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ।


এরপরই পোলেরহাট-২ গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থীরা হোয়াটসঅ্যাপ করে তাঁদের মনোনয়ন কমিশন দফতরে পাঠান। সেই মনোনয়নগুলিকে স্বীকৃতি দেওয়ার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন ভাঙড় আন্দোলনের নেত্রী শর্মিষ্ঠা চৌধুরী। অভিযোগ শোনার পর, বিচারপতি সুব্রত তালুকদার ভাঙড়ের ৮ প্রার্থীর হোয়াটসঅ্যাপ মনোনয়নকে স্বীকৃতি দেন। কমিশনকে অবিলম্বে মনোনয়নগুলি গ্রহণের নির্দেশ দেন তিনি।


আরও পড়ুন, জেলে থেকেও ভাঙড়ে জয়ী আরাবুল


এদিন ভোটের ফল ঘোষণা হতেই দেখা যায়, ৮টি আসনের মধ্যে ৫টি আসনে জয় পেয়েছেন নির্দল প্রার্থীরা।