নিজস্ব প্রতিবেদন : পীরের মাজারে বার্ষিক ওরসে মিলল দুই বাংলা। এই অনুষ্ঠান উপলক্ষে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের জুম্বাগছে ভারত-বাংলাদেশ সীমান্তে বৃহস্পতিবার মানুষের ঢল নেমেছিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জুম্মাগছে সীমান্তের ওপাড়ে পীর আব্দুল রশিদের মাজার। সেখানেই ২৯তম ওরস উপলক্ষে প্রার্থনাসভার আয়োজন করা হয়। ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষীবাহিনীর যৌথ অনুমতিতে এদিন সেখানে মিলিত হয় দুই বাংলার কয়েক হাজার মানুষ।


এলাকার এক প্রবীণ ব্যক্তি হাজী সামসুল হক বলেন, পীর আব্দুল রশিদ যখন জীবিত ছিলেন, সেই সময় দু'দেশের মানুষ তাঁর কাছে যেতেন দোয়া চাইতে। আজ থেকে ৩০ বছর আগে তিনি মারা যান। মারা যাওয়ার আগেই তিনি নিজেই এই মাজার ঠিক করে যান। আর তারপর থেকেই এখানে প্রত্যের বছর এই দিনে দই বাংলার মানুষ জড় হয়।


আরও পড়ুন- জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র হয়েও কোনও অনুষ্ঠানে ডাক না পেয়ে অভিমানী সমরেশ