নিজস্ব প্রতিবেদন: বিশ্বজোড়া করোনা পরিস্থিতিতে ভারতের বেশ কয়েকজন ধনী ব্যক্তির মোট সম্পদের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। ভারতে এই মুহূর্তে বিলিয়নেয়ারের সংখ্যা ১৪২ জন।  গতবারের তুলনার এবার সংখ্য়াটা বেড়েছে ৩৯ শতাংশ। কিন্তু শুনলে অবাক হতে হয়, দেশের শীর্যস্থানীয় ১০ ধনী আগামী ২৫ বছর দেশের প্রতিটি শিশুর শিক্ষার ব্যবস্থা করতে পারেন। এমনটাই বলছে অক্সফাম ইন্ডিয়া-র(Oxfam India) ইনইক্যুয়ালিটি রিপোর্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দাভোস-এ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-র( World Economic Forum) প্রথম দিনে তাদের ইনইক্যুয়ালিটি সার্ভে রিপোর্ট (Oxfam Annual Inequality Survey)পেশ করেছে ওক্সফাম ইন্ডিয়া। আাগামিকাল ওই ভার্চুয়াল সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই সার্ভে রিপোর্টে আরও বলা হয়েছে অতিরিক্ত ১ শতাংশ ট্য়াক্স দিলে দেশের শীর্ষ ১০ ধনী ব্যক্তি ১৭.৭ লাখ অক্সিজেন সিলিন্ডার দিতে পারেন। অন্যদিকে, দেশের ৯৮ বিলিয়নেয়ার অতিরিক্ত ১ শতাংশ ট্যাক্স দিলে আগামী ৭ বছর আয়ূষ্মান ভারত যোজনার টাকা জোগাতে পারবেন।


আরও পড়ুন-বাংলার পর পাঞ্জাবেও পিছোচ্ছে ভোট? নির্বাচন কমিশনকে আর্জি BJP-র


কী রয়েছে অক্সফাম ইন্ডিয়া সার্ভের রিপোর্টে


## ভারতের ১৪২ বিলিয়নেয়ারের মোট সম্পত্তির পরিমাণ ৭১৯ বিলিয়ন ডলার বা ৫৩ লাখ কোটির বেশি।


## দেশের শীর্ষ ১০ বিলিয়নেয়ার যদি প্রতিদিন ১ মিলিয়ন ডলার খরচ করেন তাহলে তাদের মোট সম্পদ শেষ করতে সময় লাগবে ৮৪ বছর।


## করোনার সময়ে দেশের ওইসব ধনীদের ১০ শতাংশের সম্পদ দেশের মোট সম্পদের ৪৫ শতাংশ। 


## করোনার সময়ে কাজ হারিয়েছেন দেশের ২৮ শতাংশ মহিলা। অধিকাংশ তাদের আয়ের দুই তৃতীয়াংশ হারিয়েছেন।


##  দেশের ১০০ বিলিয়নেয়ারের সম্পদ একসঙ্গে করলে তারা দেশের মহিলাদের সেলফ হেল্ফ গ্রুপকে সাহায্য করতে পারবেন ৩৬৫ বছর।


##  দেশের ৯৮ বিলিয়নেয়ারের সম্পদের পরিমাণ ভারতের বাজেটের থেকে ৪১ শতাংশ বেশি।


##  দেশের ৯৮ বিলিয়নেয়ার মাত্র ১ শতাংশ বেশি ট্য়াক্স দিলে সেই টাকায় দেশের স্কুল শিক্ষার এক বছরের খরচ চালানো যাবে।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)