ওয়েব ডেস্ক: নারীপাচারকারী সন্দেহে ভারসাম্যহীন এক মহিলাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। অমানবিক এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সেকেন্দ্রাতে। ঘটনাস্থলে দেরিতে পৌছনোর অভিযোগ পুলিসের বিরুদ্ধে। এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক মহিলাকে ঠিক এভাবেই গাড়ির সঙ্গে বেঁধে পিটিয়ে মারার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সেকেন্দ্রাতে ঘটল এমনই ন্যক্কারজনক ঘটনা। কিন্তু কেন ঘটল এমন অমানবিক ঘটনা? গ্রামবাসীদের অভিযোগ, মঙ্গলবার সকালে ঘরে একাই শুয়েছিল বছর ১৫-র এক কিশোরী। সেইসময় সেই বাড়িতে হঠাত্‍ ঢুকে পড়েন এক মহিলা। মেয়েটির নাকে কিছু শোঁকানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ।


কিশোরীর চিত্কারে জড়ো হয়ে যান স্থানীয় বাসিন্দারা। নারী পাচারকারী সন্দেহে ওই মহিলাকে গাড়িতে বেঁধে গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ। 
খবর পেয়ে প্রায় ঘণ্টা তিনেক পর পৌছয় রঘুনাথগঞ্জ থানার পুলিস। মহিলাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। পুলিস সূত্রে খবর, রঘুনাথগঞ্জের মিথিপুরে বাড়ি ওই মহিলার। তাঁর নাম উত্তরা বিবি। তিনি মানসিক ভারসাম্যহীন বলে দাবি মহিলার পরিবারের।


পুলিস সূত্রে খবর, গতমাসের ২২ তারিখ রঘুনাথগঞ্জের সেকেন্দ্রাতেই নারী পাচারের অভিযোগ ওঠে। উত্তরা বিবিকেও সেই চক্রেরই কোনও সদস্য বলে সন্দেহ করে গ্রামবাসীরা। সন্দেহের বশেই সব আক্রোশ গিয়ে পড়ে ওই মহিলার ওপর। ঘটনার সঙ্গে কারা জড়িত? তদন্ত শুরু করেছে পুলিস।