COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


ওয়েব ডেস্ক: আশা ছিল কোলের সন্তানটি সুস্থ হয়ে উঠবে। তবে, তা হয়নি। তার বদলে চূড়ান্ত অমানবিকতার শিকার হয়েছেন মালকানগিরির এই দম্পতি। ছোট্ট সন্তান বাঁচেনি। মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য জোটেনি সামান্য অ্যাম্বুল্যান্স। অনেক কাকুতি মিনতির পরেও ফিরে তাকায়নি কেউ। শেষে ছোট্ট সন্তানের মৃত দেহ কোলে তুলে নিলেন বাবা। মায়ের কোলে আরেক সন্তান। শুরু হল বাড়ি ফেরার পথ চলা। এমন ঘটনা অবশ্য ওড়িশায় প্রথম নয়। একই কারণে গত অগাস্টেই  স্ত্রীর দেহ কাঁধে পথে নামতে হয়েছিল কালাহান্ডির ডানা মাজিকে। সঙ্গী বলতে কিশোরী মেয়ে। স্ত্রীর দেহ কাঁঝে নিয়ে বারো কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন তিনি। সেই ছবি দেখে শিউরে উঠছিল গোটা দেশ। শুরু হয়ে গিয়েছিল তোলপাড়। বছর না ঘুরতেই আবারও অমানবিকতার সেই একই ছবি। কেন এমন হল, তা খতিয়ে দেখা হবে বলেই দায় সেরেছে হাসপাতাল কর্তৃপক্ষ।