নিজস্ব প্রতিবেদন: লকডাউনের জেরে অভিনব বিক্ষোভ কর্মসূচি বিজেপির। রাস্তায় না বেরিয়ে, পথে না নেমে, ঘরে বসেই বিক্ষোভ প্রদর্শন করবেন বিজেপি নেতা কর্মীরা। দিল্লির নির্দেশে রবিবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত, আইন না ভেঙে যে যার ঘরে বসেই বিক্ষোভ দেখাবেন হবে বলে জানানো হয়েছে দলের তরফ থেকে। রাজ্য সরকারের করোনা মোকাবিলায় ব্যর্থতা, রেশন দুর্নীতি, বিজেপিকে ত্রাণ বিলিতে বাধাসহ একাধিক ইস্যুতেই এই বিক্ষোভ বলে জানা গিয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: লকডাউন উঠলে দ্বাদশ শ্রেণির বাকি পরীক্ষা, জয়েন্ট এন্ট্রান্স ও NEET পরীক্ষা জুনেই


করোনা আবহেও কেন্দ্র-রাজ্য সংঘাত অব্যাহত। করোনা মোকাবিলায় একাধিক বিষয় জানতে চেয়ে গতকালই রাজ্যকে জোড়া চিঠি দিয়েছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল। এনিয়ে জিজ্ঞাসা করা হলে পুরমন্ত্রীর পাল্টা তোপ, বিজেপির প্রচার মেনেই চলেছেন রাজ্যপাল ও কেন্দ্র। বিজেপি যা আজ ভাবে,সেকথাই কাল বলে কেন্দ্র সরকার। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধেও তোপ দেগেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম।