নিজস্ব প্রতিবেদন: সাংসদের সুপারিশে বিধায়কের মেয়ের চাকরি হয়েছে। তাই আমাদেরও চাকরি দিতে হবে। এমনই দাবি নিয়ে আজ বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানার দোকানের সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সুপারিশে মেয়ের চাকরির কথা অস্বীকার করেছেন নিলাদ্রী শেখর দানা। বরং সাংসদ সুভাষ সরকারের সুরে সুর মিলিয়ে তিনি বলেন, সেইরকম সুযোগ হলে যোগ্যতা যাচাই করে বিক্ষোভকারীদেরও চাকরি দেব।


বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানার মেয়ে মৈত্রী দানা বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের সুপারিশে কল্যানীর এইমসে চাকরি পেয়েছেন। এরকম এক অভিযোগ সামনে আসতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে আলোড়ন। বিষয়টি নিয়ে অল আউট আন্দোলনে নেমেছে তৃনমূল। এক ব্যাক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই সিআইডি-র হাতে তুলে দেওয়া হয়েছে ওই ঘটনার তদন্ত ভার।


সেই তদন্তের মধ্যেই এবার বাঁকুড়ার ভৈরবস্থান মোড়ে বিজেপির বিধায়ক নিলাদ্রী শেখর দানার কাপড়ের দোকান ঘেরাও করে বিক্ষোভ দেখাল আইএনটিটিইউসি। আজ সকালে বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা নিজের দোকানে যখন বসেছিলেন তখন আইএনটিটিইউসি-র বাঁকুড়া শহর সভাপতি শ্যামসুন্দর দত্তর নেতৃত্বে আইএনটিটিইউসি-র একদল কর্মী দোকানের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।


বিক্ষোভকারীরা, 'বিধায়ক চাকরি দাও, চাকরি চাই' এই শ্লোগান তোলার পাশাপাশি বিধায়ক নিলাদ্রী শেখর দানা ও সাংসদ সুভাষ সরকারকে গ্রেফতারের দাবি জানাতে থাকেন। নিজের দোকানের সামনে এইভাবে বিক্ষোভের মুখে পড়ে স্বাভাবিক ভাবেই কিছুটা অস্বস্তিতে পড়েন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা। তাঁর প্রতিক্রিয়া আমাকে প্রতিদিন বিক্ষোভ দেখাক তৃণমূল। আমি  বিক্ষোভকারীদের চা জল খাওয়াবো। কোনো নেতা মন্ত্রীর সুপারিশে আমার মেয়ে চাকরী পায়নি। সে নিজের যোগ্যতায় একটি বেসরকারি  সংস্থায় অস্থায়ী চাকরি পেয়েছে। এরপরই সাংসদ জগন্নাথ সরকারের সুরে গলা মিলিয়ে বিধায়ক বলেন, আগামীতে সেই সৌভাগ্য হলে এমন চাকরি শুধু ঘরে ঘরে নয় যারা আজ আমাকে বিক্ষোভ দেখাচ্ছে তাদেরও ডেকে ডেকে এনে এমন চাকরি দেব।


আরও পড়ুন-'অভিযোগ নেয়নি থানার IC', বিচার চেয়ে হাইকোর্টে হাঁসখালি গণধর্ষণে নির্যাতিতার পরিবার


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)