নিজস্ব প্রতিবেদন: আইপিএল নিয়ে বড়সড় বেটিং চক্র। হদিশ এবার পূর্ব বর্ধমানে। গ্রেফতার ৩ জন।  দিনের পর দিন চলছিল ক্রিকেট,টেনিস সহ বিভিন্ন খেলার বেটিং। এমনকি ভোটের ফলাফলের উপরেও বেটিং চলতো সেখানে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা যাচ্ছে, মোবাইল অ্যাপস ও ওয়েব সাইট ব্যবহার করে দিনের পর দিন চলে বেটিং। এমনকি টিকিট বুকিংদের কাছে সোশাল মিডিয়ার মাধ্যমে খেলার জেতা হারার খবর চলে আসতো অনায়াসে। 


আরও পড়ুন: করোনা পরিস্থিতিতে মাউথ টু মাউথ রেসপিরেশন দিয়ে কিশোরের প্রাণ ফেরালেন চিকিৎসক


আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট ড্রোনাল্ড ট্রাম্প থাকবে কিনা সেটা নিয়েও  বেটিং চলতো পূর্ব বর্ধমানের মেমারিতে। মঙ্গলবার, গোপনসূত্রে খবর পেয়ে তল্লাশি চালায় মেমারি থানার পুলিশ। প্রথমে ২ জন চক্রের পাণ্ডাকে গ্রেফতার করা হয়।


ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও একজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছে থেকে ষাট হাজার টাকা ও কয়েকটি মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের এদিন বর্ধমান আদালতে তোলা হয়।