সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে নাগাড়ে বৃষ্টির সম্ভাবনা
নিম্নচাপের ফলে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
নিজস্ব প্রতিবেদন: চলতি সপ্তাহের শুরুতেই উত্তর ফিলিপিনসের মধ্য দিয়ে বয়ে গিয়েছে টাইফুন পোদুল। এর পর চিন ও ভিয়েতনামের দিকে এগিয়ে যাচ্ছে টাইফুন। সমুদ্র থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে আরও শক্তিশালী হয়ে উঠেছে পোদুল। আবহাওয়াবিদদের মতে আগামী সোমবার ভিয়েতনামে আছড়ে পড়বে এই টাইফুন। আর এর প্রভাবে পড়বে পশ্চিমবঙ্গেও। সোমবার নিম্নচাপের ফলে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
আরও পড়ুন: বারুইপুরে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে উড়ে গেল বাড়ির ছাদ, ঝলসে গিয়েছেন ৩ জন
আবহাওয়াবিদদের অনুমান, সোমবার বেলা বাড়ার সঙ্গেই শুরু হবে বৃষ্টি। বৃষ্টি চলবে মঙ্গলবার সকাল পর্যন্ত। নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকু়ড়া ও পুরুলিয়ায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। কলকাতা শহর ও শহরতলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।