ইটাহারের বালিয়াপাড়ায় তোলাবাজদের গাড়ি জ্বালিয়ে প্রতিবাদ করলেন তাঁরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার বিকালে ৩৪ নম্বর জাতীয় সড়কে রায়গঞ্জের দিকে যাচ্ছিল একটি বালি বোঝাই লরি।অভিযোগ, ওই লরিটি আটক করে তোলাবাজরা। তবে তোলাবাজদের দাবি মেনে টাকা দিতে অস্বীকার করেন লরির চালক। তারপরই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।


আরও পড়ুন- বন্দি-কারারক্ষী সংঘর্ষে অগ্নিগর্ভ হুগলি জেল  


ওই লরি চালকের পাশে দাঁড়ান অন্যান্য লরি চালকরা। জাতীয় সড়কে সার দিয়ে দাঁড়িয়ে পড়ে লরি। স্থানীয় গ্রামবাসীরাও তোলাবাজদের দাপটে অতিষ্ঠ। খবর যায় ইটাহার থানায়। ওই তোলাবাজদের আটকে রাখেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, ইটাহার পুলিসের সঙ্গে তোলাবাজদের যোগসাজশ আছে। এরপরেই পুলিসের সঙ্গে ধুন্ধুমার বেধে যায় গ্রামবাসীদের। তোলাবাজদের গাড়িতে আগুন ধরিয়ে দেন তাঁরা। ঘটনাস্থলে পুলিসের বড় কর্তারা গিয়ে পরিস্থিতি সামাল দেন। তবে গোটা ঘটনায় মুখ খুলতে নারাজ পুলিস।