নিজস্ব প্রতিবেদন: নকুল দানা, জল পুরনো হয়েছে। ভোটের বাজারে এবার নতুন দাওয়াই অনুপমের 'মিনিদানা'। যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা বললেন, ''মিনিদানার অনেক গুণ। খেলেই বুঝতে পারবেন।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




ধারে ও ভারে যাদবপুর লোকসভা কেন্দ্রের রাজনৈতিক গুরুত্ব অত্যন্ত তাত্পর্যপূর্ণ। 
১৯৮৪ সালে তত্কালীন তাবড় সিপিএম নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করে এই আসন থেকেই সংসদীয় রাজনীতিতে খাতেখড়ি হয়েছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের।  এবারের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের চমকও অনন্য। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এবার প্রার্থী করেছেন সদ্য রাজনীতিতে পা রাখা টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। প্রধান প্রতিপক্ষ বিজেপিও এই কেন্দ্রের প্রার্থী মনোনয়নে কোনও কসুর করেনি। সদ্য বিজেপিতে যোগ দেওয়া অনুপম হাজরাকে এবার যাদবপুর থেকে প্রার্থী করেছে বিজেপি। বোলপুরের মমতারই বিদায়ী সাংসদকে দলে টেনে তারপর যাদবপুরের প্রার্থী করে পাল্টা চমক দিয়েছে বিজেপি। 
একসময়ে তাঁরা ছিলেন সহকর্মী। আজ প্রধান প্রতিপক্ষ। নির্বাচনে দাঁড়িয়ে সেই 'কেষ্টদা'রই টোটকার পাল্টা দিলেন অনুব্রত। 


 


'জনবিরোধী সরকার গড়তে ভোট দিন', আগরওয়ালের ওয়াল নিয়ে ফেসবুকে ট্রোলের ঝড়
প্রত্যেকবারই নির্বাচনের আগে বীরভূমে অনুব্রত মণ্ডল কোনও না কোনও বিতর্কিত মন্তব্য করেন। এবার ভোট টানতে তাঁর দাওয়াই নকুল দানা আর জল। এক হাতে নকুল দানা আর অন্য হাতে জল নিয়ে প্রচার চালাচ্ছেন তাঁর অনুগামীরা। 'নকুলদানা' বিতর্কে ইতিমধ্যে অনুব্রত মণ্ডলকে শোকজও করেছে কমিশন। 
এবার প্রচারে নেমে তাঁর একসময়ের 'দাদা'মন্তব্যেরই পাল্টা দিলেন অনুপম  হাজরা। তিনি বলেন, "মিহিদানার অনেক গুণ। খেলেই বুঝতে পারবেন।'' অনুব্রত প্রসঙ্গে তিনি বলেন, '' যাকে তাকে নিয়ে কথা বলে তাকে মাইলেজ দিতে চাই না।" 


ভবানীপুরে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু পুলিসের
যাদবপুরে রমনা কালিমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন অনুপম হাজরা। তিনি বলেন, "মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলাম, এরপর আমি মসজিদেও যাব।"
প্রসঙ্গত, মুকুল রায়ের সঙ্গে হোলি খেলার ছবিও টুইটারে পোস্ট করেন অনুপম। ছবির ক্যাপশন: “রং দে তু মোহে গেরুয়া।” যাদবপুরে প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা হতেই গেরুয়া ব্যাকগ্রাউন্ডে 'যাদবপুর' লিখে পোস্ট করেন তিনি। তবে যাদবপুরের রং এবার গেরুয়া হবে, নাকি মিমির হাত ধরে তা সবুজই থাকবে, তা সময়ের অপেক্ষা।