নিজস্ব প্রতিবেদন: ডোমজুড়ে একটি জনসভায় এসে রাজ্যপালের বিরুদ্ধে তীব্র কটূক্তি করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণের অভিযোগ, রাজ্যপাল জগদীপ ধনখড় উগ্রপন্থীদের জায়গা দিচ্ছেন। তিনি ভারতবর্ষের লজ্জা। তাঁর আরও অভিযোগ "বিজেপির খুনি এবং আসামীদের জায়গা দিচ্ছেন রাজ্যপাল। এসব অপরাধীরা রাজভবনে বসে থাকে।"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: শিশু সুরক্ষা কমিশনের সদস্য পদে ছত্রধর মাহাতোর স্ত্রী নিয়তি মাহাতো


রবিবার বিকালে ডোমজুড়ের বেগড়ীতে দলের এক প্রতিবাদ সভায় তাঁর মন্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়ায়। অন্যদিকে ওই একই এলাকায়  অন্য আরেকটি অনুষ্ঠানে এসে বিজেপির সাংসদ অর্জুন সিং বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় অসুস্থ তাই তাঁর কথায় গুরুত্ব দিই না। তবে সাংবিধানিক প্রধানের কাছে যাওয়া যদি খারাপ কাজ হয় তাহলে নবান্নে বসে মুখ্যমন্ত্রী পার্টির কাজ করছেন তাহলে তাকে কী বলা যাবে।"