নিজস্ব প্রতিবেদন : ফের খারিজ হয়ে গেল আরাবুল ইসলামের জামিনের আবেদন। ৮ জুন পর্যন্ত তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বারুইপুর আদালত। পঞ্চায়েত ভোটের আগে, ১১ মে, নির্দল সমর্থক হাফিজুল মোল্লা খুনের ঘটনায় মূল অভিযুক্ত আরাবুল ইসলাম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরাবুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইন ও খুনের ধারায় মামলা রুজু হয়। আরাবুলকে প্রথমে ২২ মে পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দেয় বারুইপুর আদালত। কিন্তু, শারীরিক অসুস্থতার কারণে ২২ মে আদালতে সশরীরে হাজিরা দেওয়া থেকে বিরত থাকেন আরাবুল। এরপরই বুকে ব্যথা হওয়ার কারণে এসএসকেএম-এ ভর্তি করা হয় আরাবুলকে।


আরও পড়ুন, আঁটসাট নিরাপত্তায় সোমবার মহেশতলা বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ


ইতিমধ্যে আদালতে জামিনের জন্য আবেদন জানান আরাবুলের আইনজীবী। সেই আবেদনই এদিন নাকচ করে দিলেন বিচারক।