Anubrata Mondal: নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা, পার্থের মতোই এবার অনুব্রতেরও ভার্চুয়াল শুনানি?
আসানসোলে বিশেষ সিবিআই আদালতের সুপারকে চিঠি দিল সংশোধানাগার কর্তৃপক্ষ। চিঠিতে সুপার জানালেন, আসানসোল সংশোধানাগারে ভার্চুয়াল শুনানির জন্য় ভিডিও কনফারেন্সিং-সহ যাবতীয় ব্যবস্থা রয়েছে।
বাসুদেব চট্টোপাধ্যায়: বন্দিদশাতেও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা! পার্থ চট্টোপাধ্যায়ের মতোই এবার অনুব্রত মণ্ডলের ভার্চুয়াল শুনানির আবেদন জানালেন আসানসোল সংশোধানাগারের সুপার কৃপাময় নন্দী। সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারককে চিঠি দিয়েছেন তিনি। চিঠিতে সুপার জানিয়েছেন, আসানসোল সংশোধানাগারে ভার্চুয়াল শুনানির জন্য় ভিডিও কনফারেন্সিং-সহ যাবতীয় ব্যবস্থা রয়েছে। আগামিকাল, শনিবার রায় দিতে পারে আদালত।
বোলপুর থেকে কলকাতা, ভায়া আসানসোল। গোরুপাচারকাণ্ডে গ্রেফতারির পর এবার আর সিবিআই হেফাজত নয়। অনুব্রত মণ্ডলের ঠিকানা এখন আসানসোল বিশেষ সংশোধানাগার। কেষ্টকে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। ৭ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। সেদিন সশরীরে অনুব্রত মণ্ডলকে আদালতে পেশ করার কথা।
কেন ভার্চুয়াল শুনানির আবেদন? সুপারের বক্তব্য, আসানসোল সংশোধানাগার থেকে যখন সিবিআইয়ের বিশেষ আদালতে নিয়ে যাওয়া হয়, তখন সাংবাদিক, এমনকী সাধারণ মানুষও অনুব্রত মণ্ডলকে ঘিরে ধরেন। ফলে যেমন তাঁর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে, তেমনি আদালত চত্বরেও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। বিপাকে পড়েন স্থানীয় বাসিন্দারা। সেকারণে বিচারক রাজেশ চক্রবর্তীকে চিঠি দিয়ে ৭ সেপ্টেম্বর ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করার আর্জি জানিয়েছেন আসানসোলে সংশোধানাগারের সুপার।
আরও পড়ুন: AIIMS Kalyani: ফের বিতর্কে কল্যাণী এইমস, চাকরি দেওয়ার নামে আড়াই লাখ নিয়েছেন বিজেপি বিধায়ক!
এদিকে নিয়োগ দুর্নীতির মামলায় এখন কলকাতার প্রেসিডেন্সি সংশোধানাগের বন্দি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সম্প্রতি সংশোধানাগার কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে শুনানিতে ভার্চুয়ালি হাজির করানো হয়। অনুব্রতের মণ্ডলের ক্ষেত্রেও একই আবেদন জানালেন সংশোধানাগার কর্তৃপক্ষ।
এদিকে বৃহস্পতিবার পুরানো একটি মামলায় কলকাতায় আনা হয়েছিল অনুব্রতকে। হাজির করানো হয়েছিল বিধাননগরের এমপি-এমলএ আদালতে। তখন পঞ্চায়েত ভোট নিয়ে প্রশ্নের উত্তরে অনুব্রতের সংক্ষিপ্ত জবাব ছিল, 'ব্যাপক'। ঠিক বলতে চাইলেন? বিজেপি দিলীপ ঘোষের কটাক্ষ, 'আগে তো জেল থেকে বেরিয়ে আসুন। তারপর ব্যাপক লড়াইটা হবে। উনি কি লালুপ্রসাদের মত ব্যাপক লড়াই করবেন জেল থেকেই! প্রথমে তো ঝিমিয়ে পড়েছিলেন। এখন হয়তো অক্সিজেন পেয়ে ডায়লগ দিচ্ছেন'! তৃণমূল সাংসদ শান্তনু সেনের অবশ্য় দাবি, 'বাংলায় গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়। এখানে ভোট হয় মমতা বন্দ্যোপাধ্য়ায়কে সামনে রেখে। তাঁর বিভিন্ন প্রকল্পের উপর ভরসা রেখে। তাই দিন দিন তৃণমূলের ভোটব্য়াঙ্ক বাড়ছে। আসানসোল উপনির্বাচনেও তৃণমূল জিতেছে। এই পঞ্চায়েতেও তারই পুনরাবৃত্তি হবে। তৃণমূলকেই মানুষ ভোট দেবে। এর কোনও অন্যথা হবে না'।