নিজস্ব প্রতিবেদন: জলপাইগুড়ি জেলা ক্রিকেট দলের অধিনায়ক বাপ্পা সাহার নিখোঁজ রহস্যে থানায় অপহরণের অভিযোগ দায়ের করল তাঁর পরিবারের। শুক্রবার মেটালি থানায় অভিযোগ দায়ের করেন বাপ্পার পরিজনরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ১০ জুলাই বন্ধুদের সঙ্গে জলপাইগুড়ির মূর্তিতে পিকনিক করতে যান বাপ্পা। সেখানেই রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। ঘটনার পর থেকে অনেক খোঁজাখুঁজির পরও বাপ্পার সন্ধান মেলেনি। ঘটনায় সিআইডি তদন্তের দাবি তুলেছে বাপ্পার পরিবার। 


পরিবারের তরফে জানানো হয়েছে, ১০ জুলাই এক বন্ধু আনন্দ সরকারের বিবাহবার্ষিকি উপলক্ষে আগের দিন থেকেই তাদের বাড়িতে ছিলেন বাপ্পা। ওই দিন বাড়িতে এসে বাজার করে দিয়ে বন্ধুদের সঙ্গে চলে যান মূর্তিতে পিকনিক করতে। সন্ধ্যায় সেখান থেকে খবর আসে, খুঁজে পাওয়া যাচ্ছে না বাপ্পাকে।


বাপ্পার ভাই সঞ্জয় সাহা জানান, 'পুলিশ কী করছে বুঝতে পারছি না। পুলিশ এর পাশাপাশি সিআইডি-কে এর তদন্ত ভার দেওয়া হোক।' 


‘মমতা বন্দ্যোপাধ্যায় কলসি আর দড়ি দেবে, ডুবে মরতে হবে’


জলপাইগুড়ি পুলিশ সুপার অমিতাভ মাইতি জানান, 'বাপ্পার সন্ধান পেতে বিপর্যয় মোকাবিলা বাহিনী মূর্তি নদীতে তল্লাশি চালাচ্ছে। আজও তল্লাশি হয়েছে। কিন্তু বাপ্পার হদিশ মেলেনি। পরিবারের তরফে দাবি করা হয়েছে, বাপ্পার উধাও হওয়ার পিছনে কারও হাত আছে। আমরা অভিযোগ খতিয়ে দেখছি।'