নিজস্ব প্রতিবেদন: দিনেদুপুরে চিতা বাঘের হামলা। জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা-বাগানে জখম ১ চা শ্রমিক। বাগান জুড়ে আতঙ্ক। চিতাবাঘ ধরতে ২ টি খাঁচা পেতেছে বন দফতর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকাল বাগানের ২২ নম্বর সেকশানে চলছিল চা-পাতা তোলার কাজ। বেলা ১১ টা নাগাদ ক্রান্তি ওরাঁও (২২) নামে এক মহিলা চা-শ্রমিকের উপর আচমকা পিছন থেকে হামলা চালায় চিতাবাঘটি। 


চিকিত্সকের অপসারণের দাবিতে বিক্ষোভে সামিল চা-শ্রমিকরা


বাগান ম্যানেজার জীবন চন্দ্র পান্ডে জানান, ভরা মরশুমে জোরকদমে চলছিল পাতা তোলার কাজ। আচমকা হামলার পর বাগানের হাসপাতালে নিয়ে আসা হয় আহত শ্রমিককে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে পাঠানো হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। এরপরে আমরা ২২ নম্বর সেকশানে কাজ বন্ধ করে দিয়ে বনদফতরকে জানাই। আজ বনদপ্তর খাঁচা পাতলো। তবে বাগানে অন্য সেকশানে কাজ চলছে।