ওয়েব ডেস্ক: লটারির ফাঁদে পা দিয়ে প্রতারিত স্কুলছাত্র। মোবাইল ফোনের টোপ দিয়ে হনুমানের মূর্তি ধরাল প্রতারকের দল। ঘটনা জলপাইগুড়ির মাল মহকুমার ওদলাবাড়ির। মাথায় হাত সঞ্জয় গুপ্তা নামে ওই ছাত্রের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'লটারিতে নামি সংস্থার মোবাইল ফোন জিতেছেন' বলে দিনকয়েক ধরেই এসমএস আসছিল সঞ্জয়ের কাছে। এর পর তাঁকে ফোনে জানানো হয়, পোস্ট অফিসে ৩,৭০০ টাকা জমা দিয়ে নিতে হবে ওই ফোন। সেই মতো ডাকঘরে টাকা দিয়ে ফোন নিয়ে আসে সঞ্জয়। কিন্তু বাড়ি ফিরে বাক্স খুলতেই চক্ষু চড়কগাছ। ফোন নয়, বাক্স থেকে বেরোয় হনুমানের মূর্তি।


আমুল, মাদার ডেয়ারির দুধেও মেশানো হেয়েছে জল, দাবি দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর


পালটা ফোন করে সংস্থার কাছে অভিযোগ জানায় ওই ছাত্র। সংস্থার তরফে জানানো হয়, ভুল করে তাঁর কাছে পৌঁছে গিয়েছে হনুমানের মূর্তি। বদলে তাঁর কাছে ফোন পৌঁছে দেবেন সংস্থার কর্মীরা। ঘটনার পর দিন কয়েক কাটলেও সংস্থার সেই কর্মী না আসায় প্রতারিত হয়েছেন বলে বুঝতে পারেন সঞ্জয়।  পুলিসের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছেন তিনি।