জলপাইগুড়ুিতে শোচনীয় হার তৃণমূলের, এগিয়ে গেল বিজেপি
তৃণমূলকে হারিয়ে জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের দখল নিল প্রগ্রেসিভ ল ইয়ার ফোরাম (জোট প্রার্থী)। জলপাইগুড়ি বার এস্যোসিয়েশানের দখল নিল জোট। নির্বাচনে শোচনীয় পরাজয় হয়েছে তৃণমূলের।
নিজস্ব প্রতিবেদন: তৃণমূলকে হারিয়ে জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের দখল নিল প্রগ্রেসিভ ল ইয়ার ফোরাম (জোট প্রার্থী)। জলপাইগুড়ি বার এস্যোসিয়েশানের দখল নিল জোট। নির্বাচনে শোচনীয় পরাজয় হয়েছে তৃণমূলের।
বার অ্যাসোসিয়েশনের মোট ২৩টি আসনে তৃণমূল জিতেছে মাত্র ৬টিতে। বিরোধীরা ১৭টিতে জয় পেয়েছে। এর মধ্যে বিজেপির ৭ জন প্রার্থী রয়েছেন।
জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনে মোট ভোটার ৫১৮ জন। ভোট দিয়েছিল ৪৮৩ জন। বিদায়ী কমিটির সম্পাদক তথা এবারের জোট প্রার্থী অভিজিৎ সরকার জানালেন, এটা আইনজীবী দের জয়। প্রোগ্রেসিভ ল' ইয়ার্স ফোরামের মঞ্চে একজোট হয়ে লড়েছি। রাজনীতির জায়গা নবাব বাড়ির বাইরে।
টাকা চেয়ে ফোন করতেই ভেসে এল পুলিস অফিসারের কণ্ঠ, আজব কাণ্ড জলপাইগুড়িতে
জলপাইগুড়ি বার এসোসিয়েশন এর সদস্যা তথা তৃণমূলের মহিলা নেত্রী সান্তা চট্টোপাধ্যায় বলেন, এটা আমার ঐতিহাসিক হার। এখানে বুদ্ধিজীবীরা ভোট দেয়। আমি গত ১১ বার বারে বিভিন্ন পদে জিতে এসেছি। দুর্দিনেও জিতেছি এখন সুদিনে কেন হারলাম জানি না। আমরা এর পর্যালোচনা করব।