নিজস্ব প্রতিবেদন: খুনের মামলা ও হেনস্থার জোর প্রতিবাদে স্বয়ং এক চিকিত্‌সক। অনশনে বসলেন জলপাইগুড়ি সদর হাসপাতালের চিকিত্‍সক কুমার অতনু। কিন্তু কেন? কী এমন হয়েছিল ওই চিকিত্‌সকের সঙ্গে, যার জন্য তাঁকে অনশনে বসতে হল?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : মার্কিন যুক্তরাষ্ট্রের টাকোমায় বেলাইন ট্রেন, মৃত ৩, আহত ১০০


কিছুদিন আগে বাবুপাড়া এলাকার নার্সিংহোমে চিকিত্‍সার গাফিলতিতে বৃদ্ধার মৃত্যুর অভিযোগ ওঠে। ফৌজদারি ধারা ও ক্লিনিকাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টে মামলা রুজু করে পুলিস। তাতে জলপাইগুড়ি সদর হাসপাতালের ওই চিকিত্‍সকের নামও জড়ায়। ঘটনার পরই এক ওষুধ দোকানের মালিক তাঁকে হেনস্থা করেন বলেও অভিযোগ জানান ওই চিকিত্‌সক। তারপর বিষ খেয়ে আত্মহত্যারও চেষ্টা করেন কুমার অতনু।


আরও পড়ুন : উলুবেড়িয়ায় নির্যাতিতা মহিলার ওপর তাঁর মা ও ভাইয়ের অত্যাচার