নিজস্ব প্রতিবেদন: দু'বছর পেরনোর আগেই একই ঘটনার পুনরাবৃত্তি। ট্রেন দুর্ঘটনায় একইভাবে দ্বিতীয় ছেলেকেও হারালেন ময়নাগুড়ির হরি রায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ তীব্র হইচইয়ে তোলপাড় হয়ে ওঠে পাড়া। বাড়ি থেকে বেরিয়ে খোঁজ নিতেই জানতে পারেন, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ছেলে সঞ্জীব রায়ের(৩০)।


আরও পড়ুন-Lakhimpur Live: পাঞ্জাবের মূখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি পাশে দাঁড়ালেন কৃষকদের, আবেদন খিরিতে আসার


ময়নাগুড়ির ডাঙ্গাপাড় এলাকার বাসিন্দা হরি রায় পেশায় দিনমজুর। প্রতিবেশী সূত্রে খবর, হরি রায়ের ছেলে সঞ্জীব ছিল মানসিক ভারসাম্যহীন। কাজকর্ম তেমন কিছু করতে পারতো না। সোমবার সকালে নাকি তাকে বকাবাকি করা হয়। তারপর বাড়ির লোকজন নিজেদের কাজে ব্যাস্ত হয়ে পড়ে। একটু বেলা হতেই দুর্ঘটনার খবর আসে। এখন এটি নিছক কোনও দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা নিয়ে প্রশ্ন উঠছে।


আরও পড়ুন-Basirhat: বসিরহাট সীমান্তে পাচারের আগে উদ্ধার বিরল প্রজাতির তক্ষক, দাম শুনলে চোখ কপালে উঠবে


উল্লেখ্য, প্রায় দুবছর আগে এভাবেই ট্রেন দুর্ঘটনায় মারা যায় হরি রায়ের বড় ছেলে। এভাবে একই বাড়ির দুই ছেলে ট্রেন দুর্ঘটনায় মারা যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। তবে গোটা ঘটনায় বাকরুদ্ধ হরি রায়।


ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিস ও জিআরপি এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য দেহটিকে জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানা যাচ্ছে।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)