দেবব্রত ঘোষ: চাকরির টোপ দিয়ে মুক্তিপণ চেয়ে যুবককে অপহরণ। পুলিসের জালে ৩ দুষ্কৃতী। সমাজমাধ্যমে চাকরির টোপ দিয়ে এক যুবককে মুক্তিপণের দাবিতে অপহরণের অভিযোগে গ্রেপ্তার তিন যুবক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে লিলুয়া থানার পুলিস। ধৃতদের আজ হাওড়া আদালতে তোলা হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লিলুয়া থানার অন্তর্গত জগদীশপুর দেবীপাড়ার যুবক রবিশংকর কেশরী (৩৫) সমাজ মাধ্যমে পোস্ট দেখে চাকরির আবেদন করেন। তাকে একটি কোম্পানি সুপারভাইজার পদের জন্য ১৭২০০ টাকা বেতনের চাকরির টোপ দেওয়া হয়। সোমবার দুপুর তিনটে নাগাদ তাকে আবেদন এবং প্রমাণপত্র নিয়ে লিলুয়ার ভট্টনগর বাস স্ট্যান্ড এর কাছে তাকে দেখা করতে বলেন দুই যুবক। রবিশংকরবাবু যখন বাইক নিয়ে সেখানে পৌঁছান তখন তাকে লিলুয়ার সূর্য নগরের একটি বাড়িতে অস্ত্র দেখিয়ে আটকে রাখা হয় বলে অভিযোগ। তার গলায় চপার ঠেকিয়ে তার কাছ থেকে ৪০,০০০ টাকা দাবি করা হয়। এরপর রবিশঙ্করের ফোন থেকে তার স্ত্রীর কাছে ফোন যায়। অবিলম্বে মুক্তিপণের টাকা না দেওয়া হলে তাকে খুন করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।


এরপর রবিশঙ্করের পরিবারের লোকজন গয়না বন্ধক রেখে ২০,০০০ টাকা জোগাড় করেন। সেই টাকা নিয়ে তারা অনলাইনে অপহরণকারীদের  দেওয়া একটি নাম্বারে পাঠিয়ে দেন। রবিশংকরের অভিযোগ, টাকা পাওয়ার পর তিনি যাতে পুলিসকে কোনও অভিযোগ না জানান তার জন্য তাঁকে উলঙ্গ করে মোবাইলে তাঁর ছবি তোলা হয়। দুষ্কৃতীরা ব্ল্যাকমেইল করার জন্য তাকে হুমকি দেয়, যদি পুলিসকে তিনি খবর দেন, তাহলে তাঁর ছবি ভাইরাল করে দেওয়া হবে। এই ঘটনায় বাড়ির লোকজন লিলুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিলুয়া থানার পুলিস এরপর অপহরণকারীদের মোবাইল ফোন ট্র্যাক করে দুষ্কৃতীদের খোঁজ পায়।


পুলিস লিলুয়ার ভট্টনগর থেকে তিনজন দুষ্কৃতীকে হাতেনাতে পাকড়াও করে। উদ্ধার করা হয় আটকে থাকা যুবককে। হাওড়া সিটি পুলিসের জয়েন্ট কমিশনার জানিয়েছেন ধৃতদের বিরুদ্ধে অপহরণ সহ একাধিক ধারায় মামলা শুরু করেছে পুলিস। তদন্তের স্বার্থে তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে। মুক্তিপণের টাকা তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। আজ ধৃতদের হাওড়া আদালতে তোলা হয়।


আরও পড়ুন, Kolkata: খাস কলকাতায় ৫ তলা 'বাড়ি' ভেঙে ফেলার নির্দেশ হাইকোর্টের!



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)