Abhishek Banerjee: `তুমি অনেক বড় হবে`, অভিষেকের কোন আশ্বাসে দু`হাত তুলে আশীর্বাদ করলেন ৯৭ বছরের বৃদ্ধ?
Abhishek Banerjee: সাধারণ মানুষের সঙ্গে কথা বলার অভিজ্ঞতার কথা বলতে দিয়ে অভিষেক বলেন, গ্রামে এ বৌদি আমাকে গ্রামে রাস্তায় নিয়ে গিয়ে দেখাল। পিএমজিএসওয়াইয়ের রাস্তা। আমি ওদের বললাম, নরেন্দ্র মোদীর রাস্তা। কাজ হবে কী করে? পানীয় জল নিয়েও উনি অভিযোগ করলেন। আমি বলেছি পালীয় জল করে দেব
প্রবীর চক্রবর্তী: পূর্ব বর্ধমানের বড় বৈনানে গিয়ে অন্য অভিজ্ঞতা হল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। গ্রামের মণ্ডলপাড়ায় সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনছিলেন অভিষেক। সেখানেই তাঁর দিকে এগিয়ে এলেন ৯৭ বছরের এক বৃদ্ধ। বার্ধক্যভাতা পাননি, এলাকায় স্কুল করেছেন, অন্যান্য জিনিসও করেছেন। গ্রামের বহু মানুষ তাঁকে টাকার অফার করেছেন দল বদলের জন্য। কিন্তু দল ছাড়েননি।
আরও পড়ুন-'আমাদের এই ল্যাম্পপোস্টে আলোর ব্যবস্থা করে দেবেন!', রায়নায় আরএসএস কর্মীর অনুরোধে কী বললেন অভিষেক?
অভিষেককে কাছে পেয়ে ওই বৃদ্ধ বলেন, 'সারা জীবন কংগ্রেস করেছি। এই শেষ বয়সে তৃণমূল করতে চাই। তুমি সুযোগ করে দাও বাবা।' বৃদ্ধের ওই কথা শুনে অভিষেক ওই বৃদ্ধের বিস্তারিত তথ্য নিয়ে নিতে বলেন। তৃণমূলে যোগদানের ব্যবস্থা তিনি করে দেবেন বলে আশ্বাস দেন। ওই কথা শুনে অভিষেককে দুহাত তুলে আশীর্বাদ করেন। বলেন তুমি অনেক বড় হবে। তবে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। ওই কথা শুনে অভিষেকও বলেন, নিষ্ঠার সঙ্গেই তিনি কাজ করছেন। ভবিষ্যতেও করবেন।