নিজস্ব প্রতিবেদন: ভণ্ডামি করে আপনি মুখ্যমন্ত্রীর চেয়ার বাঁচাতে পারবেন না। বুধবার দিঘায় মুখ্যমন্ত্রীর জনসংযোগ কর্মসূচিকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায়। বললেন, চিত্রনাট্য অনুসারে সাজানো মিথ্যা কর্মকাণ্ড আপনার মুখ্যমন্ত্রীর পদ বাঁচাতে পারবেন না। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার দিঘা লাগোয়া দত্তপুর গ্রামে জনসংযোগে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সাধারণ মানুষের কাছ থেকে অভাব অভিযোগ শোনার পর একটি চায়ের দোকানে ঢুকে চা তৈরি করেন তিনি। সেই চা তাঁর সফরসঙ্গীদের পরিবেশনও করেন মমতা। সেই ভিডিয়ো টুইট করেছেন মমতা। সঙ্গে লিখেছেন, 'কখনো জীবনের ছোট ছোট মুহূর্ত আমাদের বিশেষ আনন্দ দেয়। চা বানিয়ে খাওয়ানো তারমধ্যে একটা। আজ দীঘার দত্তপুর।'


 



বাংলা লেখার ধরণ দেখে অনেকেই বলছেন, এ বাংলা কোনও বাঙালির লেখা নয়। এখানেও নাম আসছে প্রশান্ত কিশোর ও তাঁর দলের। মুখ্যমন্ত্রীর সেই টুইটে তুমুল সমালোচনা করেছেন তাঁরই একসময়ের ছায়াসঙ্গী মুকুল রায়। বৃহস্পতিবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটের জবাবে লেখেন, 'সাজানো ভণ্ডামি করে আপনি মুখ্যমন্ত্রীর পদ বাঁচাতে পারবেন না। পশ্চিমবঙ্গে গণতন্ত্রের সঙ্গে আপনি বর্বরতা করেছেন। সেখানে ১০০-র বেশি বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের নৃশংস ভাবে খুন করেছে আপনার গুন্ডারা।'


 



রাজ্যজুড়ে চলছে তৃণমূলের দিদিকে বলো কর্মসূচি। সেখানে গ্রামে গঞ্জে গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনছেন তৃণমূল নেতারা। বুধবার তেমনই দিঘার দত্তপুর গ্রামে যান মমতা। সঙ্গে ছিলেন স্থানীয় সাংসদ শিশির অধিকারী, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।