নিজস্ব প্রতিবেদন: হাবড়া দোল উত্সবে যোগ দিতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বুকে অসহ্য ব্যাথা নিয়ে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  নিরাপত্তা কমল মেয়র শোভন চট্টোপাধ্যায়ের


বৃহস্পতিবার সকালে দোল উত্সব উপলক্ষে হাবড়ার একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। রঙ খেলাতেও মেতে ওঠেন। আচমকাই বুকে ব্যাথা অনুভব করেন জ্যোতিপ্রিয় মল্লিক। দলীয় কর্মীরাই তাঁকে হাবড়া হাসপাতালে ভর্তি করেন।  বেশ কিছুক্ষণ পর সেখান থেকে খাদ্যমন্ত্রীকে কলকাতায় রেফার করে দেওয়া হয়।


আরও পড়ুন: টাকা আসে, সরকার কাজ করে না, বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের


সূত্রে খবর, জ্যোতিপ্রিয় মল্লিক হাই ব্লাড প্রেসার, হাই সুগারের রোগী। এদিন আচমকাই তাঁর রক্তচাপ কমে যায়। হাসপাতালে ভর্তি করার পর বেশ কয়েকবার ইসিজি করা হয় খাদ্যমন্ত্রীর। হাসপাতাল সূত্রে খবর, ইসিজি রিপোর্টে ভয়ের কিছু নেই। তবে পর্যবেক্ষণের জন্য আপাতত হাসপাতালেই রাখা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে।