নিজস্ব প্রতিবেদন : "দিলীপ ঘোষের মতো মানুষদের পাগলা গারদে থাকা উচিত। বিজেপি দলটাই পাগলের দলে পরিণত হয়েছে।" তোপ দাগলেন জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন পূর্ব বর্ধমানে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন খাদ্যমন্ত্রী। সেখানেই একথা বলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ পূর্ব বর্ধমানের উচালনে শুরু হয়েছে 'উচালন উৎসব'। সেই উৎসবেরই উদ্বোধন করেন জ্যোতিপ্রিয় মল্লিক। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েই প্রকাশ্যে তোপ দাগেন খাদ্যমন্ত্রী। বলেন, "দিলীপ ঘোষের মতো মানুষদের পাগলা গারদে থাকা উচিত। বিজেপি দলটাই পাগলের দলে পরিণত হয়েছে।" প্রসঙ্গত, গতকাল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন, "লোকসভা ভোটে মানুষ দিদিকে সমতলে নামিয়ে দিয়েছে। উনি আবার পাহাড়ে হাঁটাহাঁটি করে কী করবেন?"


আরও পড়ুন, রাতের অন্ধকারে পাচারকারীর হাত থেকে অস্ত্র নিচ্ছেন বিজেপি মণ্ডল সভাপতি! জোর চাঞ্চল্য


এদিন দিলীপ ঘোষের সেই মন্তব্যকেই একহাত নেন জ্যোতিপ্রিয়। বলেন, "পরিস্থিতি ভয়ঙ্কর। পাগলেরা রাস্তায় নেমে পড়েছে। একটা পাগলের কথার জবার সুস্থ শুভবুদ্ধিসম্পন্ন মানুষ কীভাবে দেবেন? রাঁচির গারদ থেকে উনি বেরিয়ে এলেন কীভাবে? ভেবে দেখা দরকার। এটা রবীন্দ্রনাথ বিবেকানন্দের বাংলা। গোটা দলটাই পাগলে ভরে গিয়েছে। ওনাদের সুচিকিৎসার প্রয়োজন।"