নিজস্ব প্রতিবেদন : দেশের মধ্যে বাংলাতেই কৃষকরা সবচেয়ে বেশি শোষিত। এদিন বিজেপির 'আর নয় অন্যায়' কর্মসূচিতে যোগ দিয়ে তোপ দাগলেন কৈলাস বিজয়বর্গীয়। তৃণমূলের 'দুয়ারে সরকার' কর্মসূচির পাল্টা 'আর নয় অন্যায়' কর্মসূচি শুরু করেছে বিজেপি। এদিন বারাসতে সেই কর্মসূচিতে যোগ দেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেখানেই তিনি একহার নেন রাজ্যের তৃণমূল সরকার। কৈলাস বিজয়বর্গীয় বলেন, "দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই কৃষকদের উপর সবচেয়ে বেশি অত্যাচার চলছে। সিন্ডিকেট রাজ চলছে এখানে। কৃষকদের উপর শোষণ চলছে। বাংলার কৃষকরা সবচেয়ে বেশি শোষিত।" প্রসঙ্গত, একদিকে যখন কৃষক ইস্যুতে রাজ্যে তৃণমূল সরকারকে নিশানা করছেন বিজয়বর্গীয়, অন্যদিকে তখন এদিনই কেন্দ্রের নয়া কৃষি আইন ও আন্দোলন নিয়ে তৃণমূল ভবনে আকালি দলের সঙ্গে বৈঠকে বসছেন তৃণমূল নেতৃত্ব। উল্লেখ্য, কেন্দ্রের নয়া কৃষি আইন অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তা নাহলে দেশজুড়ে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।


পাশাপাশি, এদিন কৈলাস বিজয়বর্গীয় আরও বলেন, "এই তৃণমূল সরকারের উপর রাজ্যবাসী নারাজ। বাংলার মানুষের বিজেপির সমর্থনে আছে।" এমনকি, রাজ্যের মন্ত্রীরাও সরকারের উপর নারাজ বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, "এই সরকারের উপর মন্ত্রীরাও নারাজ। বর্ষীয়ান নেতারা অসন্তুষ্ট। শুভেন্দু-ই তার উদাহরণ।" পাশাপাশি তাঁর আরও দাবি, "সংখ্যালঘুরাও বাংলায় তৃণমূল সরকারের উপর নারাজ। কারণ কেউ দুর্নীতি, ভ্রষ্টাচারকে সমর্থন করে না।" 'ভাইপো আর দিদির নির্দেশে' বাংলায় রোজ বিজেপি নেতা-কর্মীদের উপর বোমা, গুলি সহ আক্রমণ চলছে বলেও সাংবাদিক বৈঠকে তোপ দাগেন বিজয়বর্গীয়। প্রসঙ্গত, আজই আসানসোলে বিজেপির কর্মসূচিতে বোমা-গুলি চলে। আহত হয়েছেন ২ জন। এই ঘটনাকে ঘিরে বিজেপি-তৃণমূল চাপানউতর শুরু হয়েছে।


(এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি। প্রতিক্রিয়া এলেই আপডেট করা হবে।)


আরও পড়ুন, 'তৃণমূলে থাকলে শুভেন্দুকে চাকরবৃত্তি করতে হবে, বিজেপিতে অনেককে MLA-MP করেছি'