নিজস্ব প্রতিবেদন : ধেয়ে আসছে কালবৈশাখী। আর তার জেরে ২ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে চলেছে। পূর্বাভাসে এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্য়েই ঝড়বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে এই ঝড়বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 


প্রসঙ্গত, রবিবার মরশুমের প্রথম কালবৈশাখী আঘাত আনে বীরভূম, নদিয়া সহ আরও বেশ কিছু জেলায়। মরশুমের প্রথম কালবৈশাখীর দাপটে বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টিও হয়। সবচেয়ে বেশি দাপট লক্ষ্য করা গিয়েছিল বোলপুরে। আচমকা ঝড়বৃষ্টিতে লন্ডভন্ড চেহারা নিয়েছিল বোলপুর। 


আরও পড়ুন, WB assembly election 2021 : বাড়ছে Corona আক্রান্ত, বন্ধ হোক ভোট, কমিশন অফিসের সামনে PPE কিট পরে রাস্তায় শুয়ে প্রতিবাদ