বিধান সরকার: তুবড়ির মশলা তৈরির সময় মিক্সার বার্স্ট করে আগুন! বাজিতে আগুন ছড়িয়ে পরে গুরুতর জখম বাবা ছেলে। ভস্মীভূত ঘরের সব জিনিস। রিষড়ার ঘটনা। আহত বাবা ও ছেলেকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গেছে গতকাল রাত ১১টা নাগাদ রিষড়ার ৯ নম্বর ওয়ার্ড টিসি মুখার্জি স্ট্রিট কুন্ডু কলোনিতে মধুসূদন দত্তের বাড়ির তিনতলার চিলেকোঠার ঘরে আগুন লাগে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মধুসূদন দত্তর ভাই সৌমেন দত্ত জানান,মিক্সার বাস্ট করে আগুন লেগে যায়। কিছু বাজি কেনা ছিল সেই ঘরে, তাতে আগুন আরও ছড়িয়ে যায়। জামাকাপড়, বই, হোমিওপ্যাথি ওষুধ সহ বাকি আসবাবপত্রেও আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৩টে ইঞ্জিন। তবে রাস্তা সরু হওয়ায় একটি ছোটো ইঞ্জিন আগুন নেভানোর কাজ করতে থাকে, বাকি ইঞ্জিনগুলি থেকে জল নিয়ে। আগুন লাগায় সমস্যা হয় বাড়ির তিনতলায়। দাদা মধুসূদন ও ভাইপো মহেন্দ্র নাথ দত্ত আটকে পড়েন। আগুনে পুড়ে গুরুতর জখম বাবা ও ছেলে। তাঁদের দুজনকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয়রা জানান, অবসরপ্রাপ্ত রেল কর্মী মধুসূদনের বাবা তুবড়ি তৈরির প্রতিযোগিতা করতেন। সেই থেকে তুবড়ি তৈরির ঝোঁক ছিল পরিবারে। গতকাল সেই তুবড়ির মশলা তৈরির সময়ই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।আগুন লাগার কারণ খতিয়ে দেখছে রিষড়া থানার পুলিস।


আরও পড়ুন, Noida Fire Incident: নয়ডার অভিজাত ব্যাঙ্কোয়েটে দাউ দাউ করে জ্বলছে আগুন! পুড়ে মৃত্যু এক জনের...



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)