আমি কেন শুভেন্দুকে সবাই ভালবাসে: কল্যাণ; কথা রেখেছেন আমি খুশি: সৌগত
রামনগরের সভায় শুভেন্দুর এহেন মন্তব্যকে সদর্থক হিসেবে দেখছে তৃণমূল নেতৃত্ব।
নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রী তাড়াননি। আমিও কোথাও যাইনি। রামনগরের সভায় শুভেন্দুর এহেন মন্তব্যকে সদর্থক হিসেবে দেখছে তৃণমূল নেতৃত্ব। সৌগত রায় বলেন,''মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানেন শুভেন্দু। সেটাই প্রকাশ্যে বলেছেন।'' আর এক তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য,''আমি খুব খুশি। ওঁর বক্তব্যকে স্বাগত জানাচ্ছি। আমি নিজে শিশির অধিকারীকে পিতৃস্থানীয় দেখি।''
গত কয়েক দিন ধরেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে চলেছেন শুভেন্দু অধিকারী। দলের সঙ্গেও তৈরি হয়েছে দূরত্ব। বৃহস্পতিবার রামনগরের সভায় ধোঁয়াশা জিইয়ে রেখে শুভেন্দু বলেছেন, 'আমি এখনও একটা দলের প্রাথমিক সদস্য। মন্ত্রী করে রেখেছেন মুখ্যমন্ত্রী। উনিও আমায় তাড়াননি। আমিও কোথাও যাইনি।'' পরিবহণমন্ত্রীর এহেন মন্তব্যকে দলের প্রতি ইতিবাচক বার্তা হিসেবেই দেখছে তৃণমূল। তৃণমূল সাংসদ সৌগত রায়ের কথায়,''শুভেন্দু অধিকারীর বক্তৃতাকে স্বাগত জানাই। আমরা খুব খুশি। যে কথা শুভেন্দু অধিকারী গত সোমবার আমার সঙ্গে বলেছিলেন, সে কথা রেখেছেন। উনি বলে দিয়েছেন দল ছাড়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত নেননি। মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসেবে দেখেন। তার পুনরাবৃত্তিই করছেন জনসমক্ষে।'' রামনগরে মেগা শোয়ে শুভেন্দু আগামী দিশা দিতে পারেন বলে জল্পনা ছিল রাজনৈতিক মহলে। সে প্রসঙ্গ টেনে সৌগতবাবু বলেন,''সব জল্পনাকে নস্যাৎ করে উনি শুধু সমবায়ের উপর বলেছেন। এটা আনন্দের খবর। আমরা চাইব সবাইকে নিয়ে একসঙ্গে লড়াই করতে।''
আরও পড়ুন- মমতা না থাকলে মিউনিসিপ্যালিটিতে আলু বিক্রি করতিস রে: কল্যাণ
অতিসম্প্রতি শুভেন্দুর নাম না নিয়ে নিশানা করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই তিনিই এ দিন বলেন,''আমি খুব খুশি। ওঁর প্রতিটা কথাকে স্বাগত জানাচ্ছি। শিশির অধিকারী পিতৃস্থানীয়। শ্রদ্ধা করি। তাঁর পরিবারের প্রত্যেকের প্রতি ভালোবাসা আছে। শুভেন্দুর প্রতিও আমার কেন সবার ভালোবাসা। একটা রাজনৈতিক দলে সবাই মিলে আন্দোলন করে সার্থকতা পাওয়া যায়। তৃণমূল কংগ্রেসেও হয়েছে। চমকাইতলা, নন্দীগ্রাম, সিঙ্গুর হয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিয়েছেন। আর সহযোগী আমরা। নন্দীগ্রামে যেমন শুভেন্দু, সিঙ্গুরে বেচারাম। আমি ঢাক বাজাই না, বুকও বাজাই না সিঙ্গুর নন্দীগ্রামে আমারও কিছু ভূমিকা রয়েছে। আজকে শুভেন্দু যা বলেছে, দলের জন্য ভালো। সবাই মিলে বিজেপিকে হঠাতে হবে।''
শুভেন্দু অধিকারীর বক্তব্য তৃণমূলের পক্ষে ইতিবাচক সংকেত নয় বলে মনে করেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তাঁর ব্যাখ্যা,''উনি তো বারবার বলেছেন, আমি এখনও একটি দলের সদস্য। আমি মন্ত্রিসভার সদস্য। বলতে চেয়েছেন, আজ পর্যন্ত আছি। কাল থাকবেন না। নীতি আদর্শের সংঘাতের কথা বলেছেন।''
আরও পড়ুন- 'মুখ্যমন্ত্রী আমায় তাড়াননি, আমিও কোথাও যাইনি', কৌশলী বার্তা শুভেন্দুর