Madan Mitra, Kolkata Metro: `এক ইশারাতেই শিয়ালদহ মেট্রোর উদঘাটন বন্ধ হয়ে যেত`, হুঁশিয়ারি মদনের
একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার জন্য সোমবার মহিষাদলে যান কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। তিনি জগন্নাথদেবের মাসির বাড়িতে পুজো দেন। এরপর গোপালজিউর মন্দিরে যান। রাজবাড়িতে চায়ের আসরে যোগ দেন।
কিরণ কুমার মান্না: শিয়ালদহ মেট্রোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) আমন্ত্রণ বিতর্ক চলছে। সেই বিতর্কে ঘি ঢাললেন তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। মহিষাদলের একটি সভায় গিয়ে মেট্রোর উদ্বোধন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি।
কী বললেন কামারহাটির তৃণমূল বিধায়ক?
সোমবার মদন মিত্র (Madan Mitra) বলেন, "আমাদের হাতে কলকাতা মেট্রো। মমতা বন্দ্য়োপাধ্যায় সাজিয়ে দিয়েছেন। এই শিয়ালদহের ফাইন্ডেশন করেছেন। তিনি যেহেতু আজ শহরের বাইরে রয়েছেন, সেই সুযোগে বর্গির দল ঢুকে পড়েছে। সব ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। আমার দল আমাকে নির্দেশ দেয়নি। নাহলে, শুধু একটা ইশারাতেই কিন্তু আজকে শিয়ালদহের এই মেট্রো বন্ধ হয়ে যেত। উদঘাটন বন্ধ হয়ে যেত। মদন মিত্র মেট্রো রেলের প্রেসিডেন্ট। আমরা চাই রথের চাকা গড়গড় করে এগিয়ে যাক।"
একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার জন্য সোমবার মহিষাদলে যান কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। তিনি জগন্নাথদেবের মাসির বাড়িতে পুজো দেন। এরপর গোপালজিউর মন্দিরে যান। রাজবাড়িতে চায়ের আসরে যোগ দেন।