`কান্দিতে কংগ্রেসের সর্বনাশ আসন্ন`, বড়সড় ভাঙনের জল্পনা উসকে দিলেন শুভেন্দু
৫ মার্চ মুর্শিদাবাদে কংগ্রেসের সভাতেও অনুপস্থিত ছিলেন কান্দির বিধায়ক।
নিজস্ব প্রতিবেদন : মুর্শিদাবাদে বড়সড় ভাঙনের মুখে জেলা কংগ্রেস। সূত্রের খবর, দু-একদিনের মধ্যেই দল ছাড়তে পারেন মুর্শিদাবাদের কান্দির কংগ্রেস বিধায়ক অপূর্ব সরকার। তারপরই শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন তিনি।
আরও পড়ুন, মহাপুরুষদের অপমান করতে শিখিয়েছে লেনিনের বাচ্চারাই : দিলীপ ঘোষ
দলীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই রাজ্য কংগ্রেসের সঙ্গে সম্পর্ক খারাপ অপূর্ব সরকারের। যত দিন গেছে, ততই যেন সেই সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। উল্লেখ্য, ৫ মার্চ মুর্শিদাবাদে কংগ্রেসের সভাতেও অনুপস্থিত ছিলেন কান্দির বিধায়ক। এমন পরিস্থিতিতে বহুদিন ধরেই কানাঘুষো চলছিল যে অচিরেই হয়তো দল ছাড়তে পারেন অপূর্ব সরকার। এরপরই এদিন বিধানসভায় মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেস পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর মন্তব্য উসকে দিয়েছে জল্পনা।
আরও পড়ুন, ঘরে ঢুকে মায়ের সামনেই মেয়েকে ধর্ষণ পুলিসকর্মীর
আজ বিধানসভায় শুভেন্দু অধিকারী কংগ্রেসকে উদ্দেশ্য করে বলেন, "আগামিদিনে কান্দিতে কংগ্রেসের সর্বনাশ করতে যাচ্ছি আমি।" আর এরপর থেকেই জোরালো হয়েছে অপূর্ব সরকারের তৃণমূলে যোগদানের প্রসঙ্গ। সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী নিজে কান্দির বিধায়কের হাতে দলীয় পতাকা তুলে দিতে পারেন।