নিজস্ব প্রতিবেদন: বিজেপিতে (BJP) যোগ দেওয়ার পর আজ প্রথম নিজের গড়ে মহামিছিল শুভেন্দুর অধিকারীর (Suvendu Adhikari)। কার্যত প্রেস্টিজ ফাইট। বৃহস্পতিবার মিছিল শুরু হচ্ছে বেলা ১টা নাগাদ। কাঁথি (contai)-মেচেদা বাইপাস থেকে মিছিল শুরু হয়ে রাজাবাজার হয়ে শুভেন্দুর বাড়ির পাশ থেকে কলেজ রোড ধরে সেন্ট্রাল বাসস্ট্যান্ডের দিকে এগিয়ে যাবে মিছিল। বিজেপি-র দাবি, বৃহস্পতিবারের সভায় নজর কাড়বে জমায়েত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Suvendu মীরজাফরদের দলে নাম লেখাল, Mamata না গেলে নন্দীগ্রাম প্রচারে আসত না: Sougata 


৩৫ থেকে ৪০ হাজার কর্মী-সমর্থক শুভেন্দুর মিছিলে জড়ো হচ্ছেন বলেই দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। কাঁথি বাসস্ট্যান্ডের কাছের ফাঁকা মাঠেই সভা হবে। গতকালই কাঁথিতেই মিছিল ও জনসভা করেছে তৃণমূল। অধিকারী গড়ে দাঁড়িয়ে শুভেন্দুকে 'মীরজাফর' খোঁচায় বিঁধেছেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। 


আরও পড়ুন:  শুভেন্দুর ঘাঁটিতে ফের হানা, এবার ৭ জানুয়ারি নন্দীগ্রামের তেখালিতে জনসভা মমতার


তাঁর কথায়, মুখে গান্ধীবাদী সতীশ সামন্তর কথা বলে, সেই সব সুবিধাবাদীরা নাথুরাম গডসের দলে যোগদান করছেন। এটা মেদিনীপুরের মানুষ ভুলবেন না।' আজ নিজের গড়ে দাঁড়িয়ে কী বার্তা দেবেন ভূমিপুত্র একন সেদিকেই নজর গোটা বাংলার।